॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী শহরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ঢাকার সিটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অংকুর স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেণীর ছাত্রী সুমাইয়া আক্তারের সুচিকিৎসায় ২৫হাজার টাকা সহায়তা দিয়েছেন ফ্রান্স প্রবাসী মোঃ আশরাফুল ইসলাম।
গতকাল ৩০শে আগস্ট বিকালে ‘আমরা রাজবাড়ীর সন্তান’ নামের অনলাইন ভিত্তিক একটি সামাজিক সংগঠনের কয়েকজন সদস্যের মাধ্যমে তিনি এই সহায়তার অর্থ সুমাইয়ার পিতা জালাল উদ্দিনের কাছে পৌঁছে দেন।
গত ২৪শে আগস্ট দুপুরে সুমাইয়া আক্তার স্কুল থেকে বাড়ীর উদ্দেশ্যে রওনা দিয়ে রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমীর সামনে পৌঁছালে ব্যাটারী চালিত একটি অটোরিক্সা তাকে চাপা দেয়। গুরুতর আহত সুমাইয়াকে প্রথমে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। বর্তমানে ঢাকার সিটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন সুমাইয়ার এখনো জ্ঞান ফেরেনি। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পেরে ফ্রান্স প্রবাসী মোঃ আশরাফুল ইসলাম তার চিকিৎসায় সহায়তার হাত বাড়িয়ে দেন। সুমাইয়া রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের জালাল উদ্দিনের মেয়ে।