Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ী জেলা প্রশাসককে একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী’র শুভেচ্ছা স্মারক প্রদান

রাজবাড়ী শহরতলীর কাজীবাঁধায় বুনন আর্ট স্পেসে গতকাল ৩০শে আগস্ট বিকালে ‘এ মাটির শ্রেষ্ঠ সন্তান’ নামক ভাষ্কর্য উন্মোচনের পর জেলা প্রশাসক দিলসাদ বেগমকে একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী প্রাক্তন অধ্যাপক মনসুর-উল-করিম শুভেচ্ছা স্মারক প্রদান করেন। এ সময় রামকান্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাসেম বিশ্বাস উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মুক্তিযুদ্ধে রাজবাড়ীর কৃষকদের প্রতিনিধিত্বের স্মৃতি হিসেবে চিত্রশিল্পী মনসুর-উল-করিম নিজ অর্থে ও একক প্রচেষ্টায় ভাষ্কর্ষটি নির্মাণ করেন -রবিউল খন্দকার মজনু।