রাজবাড়ী শহরতলীর কাজীবাঁধায় বুনন আর্ট স্পেসে গতকাল ৩০শে আগস্ট বিকালে ‘এ মাটির শ্রেষ্ঠ সন্তান’ নামক ভাষ্কর্য উন্মোচনের পর জেলা প্রশাসক দিলসাদ বেগমকে একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী প্রাক্তন অধ্যাপক মনসুর-উল-করিম শুভেচ্ছা স্মারক প্রদান করেন। এ সময় রামকান্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাসেম বিশ্বাস উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মুক্তিযুদ্ধে রাজবাড়ীর কৃষকদের প্রতিনিধিত্বের স্মৃতি হিসেবে চিত্রশিল্পী মনসুর-উল-করিম নিজ অর্থে ও একক প্রচেষ্টায় ভাষ্কর্ষটি নির্মাণ করেন -রবিউল খন্দকার মজনু।