॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ীর শ্রীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্র মিনহাজ ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ্য হয়ে পড়েছে।
ঢাকার চিকিৎসকরা জানিয়েছেন, তাকে ভারতে নিয়ে অপারেশন করাতে হবে। এ জন্য অনেক টাকা লাগবে। কিন্তু তার দরিদ্র মায়ের পক্ষে কোনভাবেই এই টাকা সংগ্রহ করা সম্ভব না। মিনহাজের জন্মের পর পরই তার বাবা তাকে ও তার মাকে ছেড়ে চলে যায়। তারপর থেকে মিনহাজ তার মায়ের সাথে শ্রীপুরের নানা বাড়ীতে থাকে। এ অবস্থায় শিশু মিনহাজকে বাঁচাতে তার অসহায় মা মরিয়ম সকলের প্রতি সাহায্যের আবেদন জানিয়েছে।
সাহায্য পাঠানোর ঠিকানা ঃ মিনহাজের নানা গোলাম মোস্তফার সঞ্চয়ী হিসাব নং-৩৭০৫, ইসলামী ব্যাংক লিমিটেড, রাজবাড়ী শাখা। যোগাযোগের মোবাইল-০১৯৮৯৬২৯৭৪৬ (মরিয়ম)।