॥এম.এইচ আক্কাছ॥ জোরপূর্বক খরিদ্দারের টাকা ছিনিয়ে নেয়ার ঘটনায় দৌলতদিয়া পতিতাপল্লী থেকে গতকাল ২৬শে আগস্ট দুপুরে ৩জন নারীসহ ৬জনকে গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানার পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো ঃ দৌলতদিয়া পতিতাপল্লীর যৌনকর্মী নীলফামারী জেলা সদরের জোড়পাকুরিয়া গ্রামের মোঃ খাদেমের মেয়ে সাথী আক্তার(৩৫), কুষ্টিয়া সদর উপজেলার মোল্লাতেঘরিয়া গ্রামের মৃত ইমারত হোসেনের মেয়ে লাবনী বেগম(৪০), জামালপুর সদর উপজেলার পাতালিয়া মৃধাবাড়ী গ্রামের মৃত আফছার আলীর মেয়ে চম্পা বেগম(৪৫), দৌলতদিয়া সোহরাব মন্ডলের পাড়ার মৃত ফটিক শেখের ছেলে কছিমদ্দিন শেখ(৫০), একই এলাকার কদম ফকিরের ছেলে রহিম ফকির(৫৪) ও আখের শেখের ছেলে আব্দুল হক শেখ(৪২)।
পুলিশ জানায়, গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়া উপজেলার গিমাডাঙ্গা গ্রামের মজিবর রহমান মোল্লার ছেলে মওদুদ মোল্লা(২৭) ও তার বন্ধু মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার রামনগর গ্রামের আব্দুল খালেকের ছেলে রমজান আলী(৩০) ফুর্তি করার জন্য গত ২৫শে আগস্ট রাত ১০টার দিকে দৌলতদিয়া পতিতাপল্লীতে যায়। এ সময় গ্রেফতারকৃতরা তাদের দু’জনকে মারধর করে তাদের কাছ থেকে ৬১হাজার টাকা ছিনিয়ে নেয়। একপর্যায়ে তাদের অনুরোধে ৫হাজার টাকা ফেরত দিয়ে ছেড়ে দেয়।
এ বিষয়ে মওদুদ মোল্লা গোয়ালন্দ ঘাট থানায় এসে মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে উল্লেখিতদের গ্রেফতার করে।
গোয়ালন্দ ঘাট থানার ওসি মোঃ রবিউল ইসলাম জানান, গ্রেফতারকৃতরা ওই দুই কাস্টমারের কাছ থেকে টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত বলে স্বীকার করেছে।