রাজবাড়ী সদর উপজেলা পরিষদের মাসিক সভা গতকাল ২৬শে আগস্ট সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুজ্জামান খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাকিবুল হাসান পিয়াল ও মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগমসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিগণ সভায় উপস্থিত ছিলেন -মাতৃকণ্ঠ।