মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ০৪:১৭ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

প্রয়াত পুলিশ কর্মকর্তা আব্দুল জলিলের ফাতেহা ৩০ আগস্ট

  • আপডেট সময় সোমবার, ২৬ আগস্ট, ২০১৯

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী শহরের সজ্জনকান্দার (পুলিশ লাইন্স সংলগ্ন) বাসিন্দা অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল শেখ(৭৫) গত ২০শে আগস্ট বিকাল সোয়া ৪টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পরদিন গত ২১শে আগস্ট বেলা সাড়ে ১১টায় রাজবাড়ী পুলিশ লাইন্সে তার জানাযার নামাজ শেষে তার মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় চরলক্ষ্মীপুর ১নং পৌর কবরস্থানে দাফন করা হয়। জানাযার নামাজের পূর্বে চৌকস পুলিশ সদস্যদের একটি টিম তার মরদেহকে গার্ড অব অনার প্রদান করে।
পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম (বার), সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল জলিল, মুক্তিযোদ্ধা কমান্ডার আবু তালেব, পুলিশ কর্মকর্তা ও পুলিশ সদস্যগণ এবং বীর মুক্তিযোদ্ধাবৃন্দসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ জানাযার নামাজে অংশগ্রহণ করেন। জানাযার নামাজে ইমামতি করেন ১নং পৌর কবরস্থান জামে মসজিদের ইমাম মাওলানা আরিফুজ্জামান খান।
উল্লেখ্য, প্রয়াত আব্দুল জলিল শেখের জন্ম টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায়। ছাত্রাবস্থায় তিনি মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন এবং ভারতে ট্রেনিং নিয়ে এসে ঘাটাইল উপজেলাসহ আশপাশের এলাকায় বীরত্বের সাথে যুদ্ধ করেন। দেশ স্বাধীন হওয়ার কয়েক বছর পর তিনি পুলিশ বাহিনীতে যোগদান করেন এবং দীর্ঘ ৩০বছর সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে চাকুরী করার পর ২০০৪ সালে উপ-পুলিশ পরিদর্শক(এসআই) হিসেবে কর্মরত থাকা অবস্থায় অবসরগ্রহণ করেন। প্রায় ২০ বছর আগে রাজবাড়ী পুলিশ লাইন্সের পাশে বাড়ী-ঘর নির্মাণ করেন এবং আমৃত্যু সেখানেই সপরিবারে বসবাস করে আসছিলেন। কয়েক বছর আগে তার শরীরে কোলন ক্যান্সার ধরা পড়ে। এরপর অপারেশনের পাশাপাশি তার চিকিৎসা চলছিল। কয়েক মাস যাবৎ তার অসুস্থতা বৃদ্ধি পায়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২পুত্র ও ১কন্যাসহ আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে পরিবারের পক্ষ থেকে আগামী ৩০শে আগস্ট শুক্রবার বাদ জুম্মা নিজ বাসভবনে ফাতেহা উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!