॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ীতে ইসলামী যুব আন্দোলন জেলা শাখার উদ্যোগে মাদক সন্ত্রাস ও উগ্রবাদী বিরোধী আলোচনা সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৪শে আগস্ট ইসলামী আন্দোলন জেলা কার্যালয়ে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলন রাজবাড়ী জেলা শাখার সভাপতি মুহাম্মাদ সাব্বির হোসাইন।
আলোচনা সভায় ইসলামী যুব আন্দোলন রাজবাড়ী জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ শেখসহ ইসলামী যুব আন্দোলনের জেলা ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন।
এ সময় ক্বারী আবু ইউসুফ, মাওলানা আশরাফুল ইসলাম, মুফতি শামসুল হুদা, যুবনেতা আমিরুল ইসলাম, মুহাম্মদ রফিকুল ইসলাম মিলন, শ্রমিক আন্দোলন রাজবাড়ী জেলা শাখার সভাপতি মুজাহিদুল ইসলামসহ জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম মিলন।