শুক্রবার, ১৬ মে ২০২৫, ১২:২৬ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

ভালো ফলাফল করার চেয়ে ভালো মানুষ হওয়া জরুরী—পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান রাম চন্দ্র দাস

  • আপডেট সময় রবিবার, ২৫ আগস্ট, ২০১৯

॥মোখলেছুর রহমান॥ ‘স্মৃতির পাতায় দেব দুলাল-বেঁচে থাকবে চিরকাল’-শ্লোগানকে সামনে রেখে গতকাল ২৪শে আগস্ট দুপুরে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার খাগজানা উচ্চ বিদ্যালয়ের হলরুমে দেব দুলাল স্মৃতি বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পদ্মা ওয়েল কোঃ লিঃ-এর অবসরপ্রাপ্ত জি.এম নরেশ চন্দ্র দাস এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান(অতিরিক্ত সচিব) রাম চন্দ্র দাস।
খাগজানা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম নজরুল ইসলামের সভাপতিত্বে এবং সহকরী শিক্ষক মোখলেছুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ব্রাক্ষ্মনবাড়ীয়ার নাসিরনগর সরকারী কলেজের বাংলা বিভাগের প্রভাষক জামির ফুরকার, বরিশালের বাকেরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার(ভূমি) মোঃ তরিকুল ইসলাম, পাংশা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা খোন্দকার শফিকুল ইসলাম, খাগজানা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফিরোজা পারভীন ও প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র পাল প্রমুখ বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রয়াত দেব দুলালের বড় ভাই পদ্মা ওয়েল কোঃ লিঃ এর অবসরপ্রাপ্ত জি.এম নরেশ চন্দ্র দাস বলেন, আজকের এই বৃত্তি দেওয়ার উদ্দেশ্যে হলো দেব দুলালের স্মৃতিকে ধরে রাখা এবং বর্তমান প্রজন্মকে অনুপ্রেরণা যোগানো। আজ দেব দুলাল বেঁচে থাকলে আমাদেরকেও ছাড়িয়ে যেতে পারতো। অকাল প্রয়ানে তার স্বপ্ন অপূর্ণ থেকে গেছে। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা যাতে আগামী দিনে সুন্দর আদর্শ জীবন গড়তে পারে সে জন্যই তাদেরকে বৃত্তি দেয়ার এই ক্ষুদ্র প্রয়াস। আমি আশা করবো, তাদের জীবনে থাকবে না কোন পরাজয়-তারা শুধু জয়ের নিশান উড়িয়ে চলবে দেশ-দেশান্তরে।
বিশেষ অতিথির বক্তব্যে প্রয়াত দেব দুলালের আরেক ভাই বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) রাম চন্দ্র দাস বলেন, দেব দুলাল আমাদের মাঝে ছিল-আছে এবং চিরদিন বেঁচে থাকবে। শিক্ষার্থীদের ভালো ফলাফল করার চেয়ে ভালো মানুষ হওয়া বেশী জরুরী। তাহলেই তারা দেশ ও জাতি গঠনে কাজে আসবে। জিপিএ-৫ পাওয়ার চেয়ে নৈতিক গুণসম্পন্ন আদর্শ ভালো মানুষ হওয়ার দিকেই বেশী নজর দিতে হবে। জীবনের লক্ষ্য স্থির করতে হবে, সেই নিরিখে নিজেকে প্রস্তুত করতে হবে আর জেগে স্বপ্ন দেখতে হবে। তাহলেই জীবনের সঠিক জায়গায় পৌঁছানো যাবে। শুধু পাঠ্য বইয়ের ভিতরে থাকলে চলবে না, বাইরের জ্ঞানও অর্জন করতে হবে। দেশ ও বিশ্ব সম্পর্কে সবসময় আপডেট জানতে হবে। সামনে এগিয়ে যেতে হবে। মাছ চাষ অথবা কৃষকের কাজ করেও দেশ সেরা হওয়া সম্ভব, যদি আত্মমনোবল থাকে এবং তার পেশাকে সম্মান করে। আমিও খাগজানা স্কুলের ছাত্র ছিলাম। আমাদের সময় আর আজকের সময়ের মধ্যে ব্যাপক পার্থক্য রয়েছে। আমাদের সময়ে কখনো এক জোড়া চামড়ার স্যান্ডেল পড়তে পারি নাই, ২টা জামার বেশী জামা পাই নাই-সেখানে তোমাদের জীবন কতো উন্নত। তাই আমি জেগে স্বপ্ন দেখি আমার মতো খাগজানা স্কুলের বর্তমান ছাত্র-ছাত্রীরাও দেশের বড় বড় জায়গায় যেতে পারবে। আলোচনা পর্বের শেষে বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদেরকে বৃত্তির অর্থ ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার কামরুল ইসলাম গোলদার, বিদ্যালয়ের পিটিএ’র সভাপতি আনোয়ার হোসেন মোল্লা, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য সাইদুর রহমান, জামির হোসেন জয় এবং অতিরিক্ত সচিব রাম চন্দ্র দাসের সফর সঙ্গীগণসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী, শিক্ষার্থী ও অভিভাবকগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দেব দুলাল খাগাজানা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র থাকা অবস্থায় জন্ডিস রোগে আক্রান্ত হয়ে ১৯৮৮ সালের ১৬ই মে পরলোকগমন করেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!