রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ১১:৫০ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

যুবদল নেতা বাবলু’র ৭ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি কার্যালয়ে আলোচনা সভা-দোয়া মাহফিল

  • আপডেট সময় রবিবার, ২৫ আগস্ট, ২০১৯

॥চঞ্চল সরদার॥ রাজবাড়ী জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক এস.এম শামসুল আলম বাবলুর ৭ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে গতকাল ২৪শে আগস্ট বেলা ১১টায় জেলা বিএনপি কার্যালয়ে জেলা যুবদলের ব্যানারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আব্দুল খালেকের সভাপতিত্বে আলোচনা সভায় জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনছারী, সাংগঠনিক সম্পাদক গাজী আহসান হাবিব, জেলা যুবদলের সহ-সভাপতি মনিরুজ্জামান মনি, গোলাম মহিউদ্দিন গিটার, যুগ্ম-সাধারণ সম্পাদক এস.এম কাওছার মাহমুদ, জেলা যুবদলের সাবেক আহ্বায়ক রফিকুল ইসলাম ফারুক ও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক খায়রুল আনাম বকুল প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তাগণ বলেন, ২০১২ সালের এই দিনে যুবনেতা বাবলুকে কিছু সন্ত্রাসী নির্মমভাবে গুলি করে হত্যা করে। তার হত্যাকারীদের কয়েকজন এখন রাজবাড়ীতে প্রকাশ্যে ঘুরাফেরা করছে। এখনো বাবলুর খুনীদের শাস্তি হয়নি। দেশে আইনের শাসন নাই। মানুষ ন্যায় বিচার পাচ্ছে না। সে কারণেই আমরা বাবলুকে হত্যার বিচার পাচ্ছি না। আজকের এই দিনে শপথ নিতে চাই, আমরা জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে আন্দোলন-সংগ্রামের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনবো। জীবিত বাবলুর নেতৃত্বে রাজবাড়ীতে যুবদল যেভাবে শক্তিশালী একটি সংগঠন ছিল সেভাবেই আগামী দিনে যুবদলকে আরো শক্তিশালী করে বিএনপির মূল চালিকাশক্তিতে রূপান্তরিত করবো। আমরা বাবলুকে খুনের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
আলোচনা সভার শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন পৌর ওলামা দলের সভাপতি আব্দুল মোতালেব।
এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি এডঃ আসাদুজ্জামান লাল, ইউসুফ কামাল, যুগ্ম-সাধারণ সম্পাদক আকমল হোসেন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে.এ সবুর শাহীন, জেলা জাসাসের সভাপতি শেখ আব্দুর রউফ হিটু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোবাইদুল ইসলাম মিরাজ, মিজানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন, জেলা যুবদলের শিল্প বিষয়ক সম্পাদক গাজী মাসুদ রানা এবং প্রচার সম্পাদক ইন্তেখাবুল ইসলামসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা ও দোয়া মাহফিলের পূর্বে যুবদল ও বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রাজবাড়ীর ২নং পৌর কবরস্থানে এস.এম শামসুল আলম বাবলুর কবর জিয়ারত ও পুষ্পমাল্য অর্পণ করেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!