॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী জেলা যুবদলের সাবেক আহ্বায়ক ও সাধারণ সম্পাদক সামছুল আলমের ৭ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৪শে আগস্ট সকালে জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট এম. এ খালেকের স্টেশন সড়কের চেম্বার ভবনের সামনে জেলা যুবদলের উদ্যোগে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক রেজাউল করিম পিন্টু।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট এম. এ খালেক, বিশেষ অতিথি হিসেবে জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক মেয়র মোঃ তোফাজ্জেল হোসেন মিয়া, এডঃ কামরুল আলম, যুগ্ম-সম্পাদক এডঃ কে.এ বারী ও জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক সহিদুল ইসলাম বক্তব্য দেন।
এছাড়াও অন্যান্যের মধ্যে জেলা বিএনপির সহ-কোষাধ্যক্ষ আহসান হাবীব শাহীন, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান ঝন্টু, সাবেক সাধারণ সম্পাদক আক্কাছ আলী, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক কামরুল ইসলাম, সদর উপজেলা যুবদলের সাবেক সভাপতি রেজাউল করিম রেজা, পৌর যুবদলের সাধারণ সম্পাদক কায়রুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।
এ সময় জেলা বিএনপির যুগ্ম সম্পাদক গোলাম কাশেম, সাংগঠনিক সম্পাদক রইচ উদ্দিন ডিউক, দপ্তর সম্পাদক খন্দকার নূরুল নেওয়াজ, সদর উপজেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শাহজাহান শিকদার, জেলা যুবদলের সহ-সভাপতি আঃ রাজ্জাক, সহ-সাংগঠনিক সম্পাদক ওহিদ শিকদার, মোঃ রানা, জেলা স্বেচ্ছাসেবকদলের সহ-সভাপতি মোঃ বদরুল আলমসহ জেলা বিএনপি ও যুবদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।