॥স্টাফ রিপোর্টার॥ জাসদের (আম্বিয়া) উদ্যোগে গতকাল ২৪শে আগস্ট বিকালে রাজবাড়ী প্রেসক্লাবের সামনের প্রধান সড়কের পাশে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
মানববন্ধন চলাকালে সংগঠনের সভাপতি স্বপন কুমার দাস, জেলা সিপিবির সভাপতি আব্দুস সামাদ মিয়া, জেলা কৃষক সমিতির সভাপতি আব্দুস ছাত্তার মন্ডল প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তাগণ বলেন, আওয়ামী লীগের নেতৃত্বাধীন বর্তমান সরকারের বিরুদ্ধে নানা অভিযোগ থাকলেও দেশের অনেক উন্নয়নও হয়েছে। যুদ্ধাপরাধী-জঙ্গীদের বিচার করে মুক্তিযুদ্ধের ধারাকে অগ্রসর করা হয়েছে। তবে ক্রমবর্ধমান বৈষম্য, সরকারী সম্পদ আত্মসাৎ, ব্যাংকের টাকা লুট, শেয়ার বাজারে কারসাজি, উন্নয়ন কর্মকান্ডে অসচ্ছতা, সম্পদ পাচার, দলবাজী, দখলবাজীর কারণে জনজীবন অতিষ্ঠ হয়েছে। প্রশাসনে কোন জবাবদিহিতা নেই, পুলিশ বিভাগে দলবাজী, চাকরীতে নিয়োগ বাণিজ্য, পদোন্নতি-বদলীতে দুর্নীতি-দলবাজী, অনিয়ম, ব্যবসা ক্ষেত্রে দলীয় সিন্ডিকেট, থানার মামলায় রাজনৈতিক প্রভাব, আইনের শাসনের ঘাটতি, বিচার বহির্ভূত হত্যাকান্ড, সড়কে মৃত্যুর মিছিল, কোরবানীর চামড়ার দামের নজিরবিহীন ধস, কৃষকের ধানের দাম থেকে বঞ্চিত করা, ডেঙ্গু আতংক, মশক নিধনে ব্যর্থতাসহ দায়িত্বহীন নানা কার্যকলাপের ফলে কায়েমী স্বার্থওয়ালা ছাড়া সকলেই আজ অসহায় বোধ করছে। জনগণের স্বার্থে এই অচল রাজনৈতিক ফাঁদ থেকে দেশের মানুষকে মুক্ত করতে হবে। গণমানুষের জীবনযাত্রার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সকল প্রকার অবিচার ও বৈষম্যের অবসানে একটি কল্যাণমুখী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের ঐক্যবন্ধ হতে হবে।