॥দেবাশীষ বিশ্বাস॥ যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উৎসবের মধ্যদিয়ে গতকাল ২৩শে আগস্ট শুক্রবার রাজবাড়ী শহরসহ জেলায় সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা তাদের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন করেছে।
হিন্দু পুরান মতে, ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টম তিথিতে ভগবান শ্রী কৃষ্ণ জন্মগ্রহণ করেন। সনাতন ধর্মালম্বীদের বিশ্বাস, পাশবিক শক্তি যখন ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন সে-শক্তিকে দমন করে মানবজাতির কল্যাণ এবং ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্য মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল।
‘শ্রী কৃষ্ণ’ ভক্তদের বিশ্বাস, দুষ্টের দমন করতে যুগে-যুগে এভাবেই ভগবান মানুষের মাঝে নেমে আসেন এবং সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা করেন।
শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসন ও জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের গতকাল ২৩শে আগস্ট বিকালে শহরের পুরাতন হরিসভা মন্দিরে আলোচনা সভা ও বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক দিলসাদ বেগম। বিশেষ অতিথি হিসেবে জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোঃ রেজাউল করিম,পিপিএম, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহকারী পরিচালক ফারজানা তানিয়া, জেলা পূজা উৎযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ্ত চক্রবর্তী কান্ত, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক জয়দেব কর্মকার, হরিসভা মন্দির কমিটির সাধারণ সম্পাদক শংকর কুমার সাহা, জন্মাষ্টমী উদযাপন পরিষদের সদস্য সচিব গণেশ মিত্র প্রমুখ বক্তব্য রাখেন। সভায় জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি এডঃ গণেশ নারায়ণ চৌধুরীর সভাপতিত্ব করেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন, আজ সনাতন ধর্মাবলম্বীদের জীবনের অত্যন্ত আনন্দের একটি দিন। এই দিনে তাদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ধরাধামে অবতীর্ণ হন। সকল ধর্মই মানুষের কল্যাণের জন্য। সকল ধর্মই মানুষকে আলোর পথ দেখায়। তিনি শুভ জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা এবং জেলার বিভিন্ন স্থানে সুষ্ঠুভাবে জন্মাষ্টমীর আয়োজন সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
এ সময় রাজবাড়ী থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার, ডিবির অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান, রাজবাড়ী পরিবহনের সিইও শুক্লা সরকার এবং পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিপ্লব সাহাসহ হিন্দুদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও হিন্দু ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভার শেষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে রাজবাড়ী শহর প্রদক্ষিণ করে।