॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাবুপাড়া ইউপির রঘুনাথপুর গ্রামের দরিদ্র পরিবারের সাইফুল ইসলামের আড়াই বছর বয়সের শিশু কন্যা জান্নাতি বাঁচতে চায়।
শিশুটি অটো ইমনী হেমালাইটিক এ্যানামিয়া(রক্ত শূন্যতা) রোগে আক্রান্ত হয়েছে। রাজধানী ঢাকার হেলথ এন্ড হোপ হাসপাতালের প্রফেসর ডাঃ মোঃ আনোয়ারুল করিমের তত্ত্বাবধানে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার চিকিৎসার জন্য মোটা অংকের অর্থের প্রয়োজন।
জানা যায়, শিশু জান্নাতির পিতা সাইফুল ইসলাম শারীরিক প্রতিবন্ধী মানুষ। পেশায় একজন দর্জি। সামান্য আয়ে সংসার চালানোই কষ্টকর। মেয়ের উন্নত চিকিৎসার খরচ যোগাতে দিশেহারা হয়ে পড়েছে দরিদ্র পরিবার। জান্নাতির নানা মাগুড়াডাঙ্গী গ্রামের জামাল শেখ। তিনিও স্বচ্ছল নন। এ জন্য জান্নাতির জীবন বাঁচাতে উন্নত চিকিৎসা প্রয়োজন। আর উন্নত চিতিৎসার ব্যয়ভারের জন্য দেশের ধনাঢ্য ব্যক্তিদের কাছে আর্থিক সহযোগিতার আকুতি জানিয়েছে জান্নাতির পরিবার।
সাহায্য পাঠানোর ঠিকানা ঃ পূবালী ব্যাংক লিমিটেড, পাংশা শাখা, হিসাব নং-৪১৬০১০১০০৪৩০৩ এবং বিকাশ ও মোবাইল ০১৭৬৭৫১১২১২ তে যোগাযেগের জন্য অনুরোধ জানানো হয়েছে।