॥মাহফুজুর রহমান॥ ঢাকা-খুলনা জাতীয় মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলাধীন খানখানাপুর ছোট ব্রীজ এলাকা থেকে গতকাল ২৩শে আগস্ট বেলা সাড়ে ১১টার দিকে ২৪ বোতল ফেনসিডিলসহ শাহজাহান আলী(৩৭) নামের এক বাসযাত্রীকে গ্রেফতার করেছে আহলাদীপুর হাইওয়ে থানা পুলিশ।
সে রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের বেলগাছী গ্রামের ইসমাইল আলীর ছেলে।
রাজবাড়ী সদর উপজেলার আহলাদীপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মাসুদ পারভেজ ভুইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে খানখানাপুর ছোট ব্রীজ এলাকায় রয়েল পরিবহন (ঢাকা মেট্রো-ব-১৫-০৩৮৭) নামের একটি বাসে তল্লাশী করে ২৪ বোতল ফেনসিডিলসহ বাসটির যাত্রী শাহজাহান আলীকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ফেনসিডিলসহ তাকে রাজবাড়ী থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।