মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ১২:১৫ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

রাজবাড়ীর গোয়ালন্দে প্রেমিকের বাড়ীতে প্রেমিকার গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা !

  • আপডেট সময় বুধবার, ২১ আগস্ট, ২০১৯

॥এম.এইচ আক্কাস॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের হাউলি কেউটিল গ্রামে প্রেমিক রায়হানের বাড়ীতে প্রেমিকা প্রিয়া আক্তার(১৫) আত্মহত্যা করেছে।
গতকাল ২০শে আগস্ট সকালে গোয়ালন্দ ঘাট থানার পুলিশ নিহতের লাশ উদ্ধার করে পোস্ট মর্টেমের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
নিহত প্রিয়া আক্তার হাউলি কেউটিল গ্রামের সন্তোষ মোল্লার মেয়ে এবং গোয়ালন্দ দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্র ছিল। প্রেমিক রায়হান শেখ(২০) একই গ্রামের বারেক শেখের ছেলে। সে ঢাকায় দর্জির কাজ করে। ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে। রায়হানের পরিবার এটিকে আত্মহত্যা বললেও প্রিয়ার পরিবারের দাবী, তাকে হত্যা করা হয়েছে।
রায়হানের ছোট ভাই ২য় শ্রেণীর ছাত্র রাহুল শেখ জানায়, সে ও তার বড় ভাই রায়হান গত সোমবার রাতে একই ঘরে ঘুমিয়ে ছিল। মাঝ রাতে পাশের বাড়ীর প্রিয়া জানালা দিয়ে তার ভাইকে ডাক দিলে সে দরজা খুলে বের হয়ে যায়।
রায়হানের মা বলেন, ছেলের চিৎকার শুনে ঘর থেকে বের হয়ে দেখেন প্রিয়া বাড়ীর উঠানের কাঁঠাল গাছের সাথে গলায় ওড়না দিয়ে ঝুলছে এবং রায়হান নিচ থেকে পা ধরে রেখে তাকে বাঁচানোর চেষ্টা করছে। তারা দ্রুত প্রিয়াকে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে দেখে সে মারা গেছে।
প্রতিবেশী হালিমা বেগম বলেন, এক বছরের উপরে রায়হান ও প্রিয়ার মধ্যে প্রেমের সম্পর্ক চলছিল। দুই পরিবারের মধ্যে রায়হান ও প্রিয়ার বিয়ের ব্যাপারে আলোচনাও হয়েছে। কিন্তু রায়হানের বাবা ও চাচাদের অমতের কারণে বিয়ে ভেঙ্গে যায়। রায়হানের পরিবার অন্য মেয়ের সাথে তার বিয়ে ঠিক করে। আগামী শুক্রবার সেই বিয়ে হওয়ার কথা রয়েছে।
নিহত প্রিয়ার বড় বোন আলেয়া আক্তার বিলাপ করতে করতে বলেন, আমার যে বোন আমাদেরকে বোঝাতো আত্মহত্যা মহাপাপ- সেই বোন আত্মহত্যা করতে পারে না। প্রিয়াকে ওরা খুন করেছে। আমরা প্রিয়া হত্যার বিচার চাই।
প্রিয়ার বৃদ্ধ বাবা সন্তোষ মোল্লা বলেন, আমার ছোট্ট মেয়েটাকে ওরা মেরে ফেলেছে। প্রিয়ার শরীরেও তার চি‎হ্ন আছে। ওকে ওরা না মেরে আমার কাছে দিয়ে যেতে পারত।
গোয়ালন্দ ঘাট থানার ওসি মোঃ রবিউল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মেয়েটি আত্মহত্যা করে থাকতে পারে। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!