রাজবাড়ীর সদর উপজেলার গোদার বাজারে পদ্মা নদীর পাড়ে দীর্ঘ সাড়ে ৫বছর পূর্বে গড়ে ওঠা পর্যটন কেন্দ্রটি নদী ভাঙ্গনের কারণে এখন সৌন্দর্য হারিয়েছে। ভাঙ্গন রক্ষায় পানি উন্নয়ন বোর্ড কাজ করলেও সৌন্দর্য ফেরাতে পারেনি। ২০১৪ সালের ৯ই জানুয়ারী পর্যটন কেন্দ্রটি উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল এস.এম মতিউর রহমান। এখানে সেনাবাহিনীর নির্মিত দৃষ্টিনন্দন স্থাপনা বন্ধনসহ জেলা প্রশাসনের সহযোগিতায় বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক নির্মিত বসার বেঞ্চ গুলো সংরক্ষণের অভাবে ভেঙ্গে চুরে গেছে। প্রতিদিন বিপুল সংখ্যক দর্শনার্থীর সমাগম ঘটে গোদার বাজারে। দর্শনার্থীরা পর্যটন কেন্দ্রটি রক্ষার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবী জানিয়েছে -মাতৃকণ্ঠ।