॥কাজী তানভীর মাহমুদ॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরী ঘাটে যাত্রীদের কাছ থেকে ফেরী পারাপারের টিকেট প্রতি ৫টাকা করে বেশী আদায় করা হচ্ছে।
এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানার পুলিশ গতকাল ১৭ই আগস্ট সুলতান মোল্লা(২২) নামের এক যুবককে আটক করেছে। সে দৌলতদিয়া ছাত্তার মেম্বারের পাড়ার মাহিন মোল্লার ছেলে।
সরেজমিনে দৌলতদিয়া ফেরী ঘাট এলাকা পরিদর্শনকালে যাত্রীরা অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেন। তারা বলেন, ফেরীতে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে যাত্রী প্রতি ভাড়া ২৫টাকা অথচ ৩০ টাকা করে নেয়া হচ্ছে।
রাজবাড়ী থেকে ঢাকার বনানীগামী যাত্রী নজরুল ইসলাম অভিযোগ করে বলেন, দৌলতদিয়া ১নং ফেরী ঘাটে এসে ফেরীতে উঠার আগেই টিকেট কিনতে হয়েছে। ২৫ টাকার টিকেট ৩০ টাকা নিয়েছে। প্রতিবাদ করেও লাভ হয়নি।
কুষ্টিয়া থেকে ঢাকা নবীনগরের যাত্রী মোঃ সোহাগ বলেন, ঈদের কথা বলে বেশী টাকা আদায় করা হচ্ছে।
ঝিনাইদহ থেকে ঢাকার যাত্রাবাড়ীর যাত্রী শিল্পী আক্তার বলেন, হাজার হাজার মানুষ ফেরী পার হচ্ছে। ৫টাকা করে বেশী আদায় করে তো লক্ষ লক্ষ টাকা বেশী নিচ্ছে।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল ইসলাম জানান, অতিরিক্ত মূল্যে ফেরীপারের টিকেট বিক্রির দায়ে একজনকে আটক করা হয়েছে। ঘাট এলাকায় যাত্রীদের নিরাপত্তায় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছে।