॥হেলাল মাহমুদ॥ রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার রতনদিয়ার সাইফুল মৃধা নামে একজন ব্যাটারীর দোকানী গত ১৬ই আগস্ট সকালে রাজবাড়ী শহরের ‘ইভা সাইকেল স্টোর’ নামের একটি পাইকারী ব্যাটারী বিক্রির দোকান থেকে ৫০ হাজার টাকা দিয়ে তিন সেট বড় ব্যাটারী কেনেন।
কেনার পর ব্যাটারীগুলো তিনি কালুখালী থানা সংলগ্ন তার নিজের দোকানে নিয়ে রাখেন। গভীর রাতে দোকানের সাটার ভেঙ্গে চোরেরা ব্যাটারীগুলো চুরি করে নিয়ে যায়। গতকাল ১৭ই আগস্ট সন্ধ্যায় আকাশ শেখ(২০) ও অনিক শেখ(১৩) নামে চোর চক্রের দুই সদস্য ব্যাটারীগুলো বিক্রির জন্য রাজবাড়ীতে নিয়ে আসে। কিন্তু ঘটনাক্রমে তারা ব্যাটারীগুলো বিক্রির জন্য সেই ইভা সাইকেল স্টোরেই নিয়ে যায়। এর আগে ব্যাটারীগুলো চুরি হওয়ার পর সাইফুল মৃধা ঘটনাটি ইভা সাইকেল স্টোরকে ফোনে জানিয়েছিলেন। এ জন্য চোর চক্রের সদস্য আকাশ ও অনিক ওই দোকানে ব্যাটারীগুলো বিক্রির জন্য নিয়ে গেলে ইভা সাইকেল স্টোরের মালিক ইলিয়াস ব্যাটারীগুলোকে চিনতে পেরে কর্মচারী ও আশপাশের লোকজনের সহযোগিতায় তাদেরকে আটক করে পুলিশে খবর দেয়।
খবর পেয়ে রাজবাড়ী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে চোরাই ব্যাটারীগুলো জব্দ করাসহ আকাশ ও অনিককে আটক করে নিয়ে যায়। আকাশ কালুখালী উপজেলার মোহনপুর গ্রামের রফিক শেখের ছেলে এবং অনিক রাজবাড়ী শহরের ভবাণীপুর ড্রাই আইস ফ্যাক্টরী এলাকার সজীব শেখের ছেলে।
এ ব্যাপারে রাজবাড়ী থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, চুরির ঘটনাস্থল কালুখালী থানার অন্তর্গত হওয়ায় জব্দকৃত ব্যাটারীসহ আটককৃত দুই চোরকে কালুখালী থানা পুলিশের নিকট হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।