॥স্টাফ রিপোর্টার॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, তৎকালীন গোয়ালন্দ মহকুমা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক গণপরিষদ সদস্য প্রয়াত কাজী হেদায়েত হোসেনের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের ও মরহুমের পরিবারের উদ্যোগে আগামীকাল ১৮ই আগস্ট পৃথক পৃথক কর্মসূচী গ্রহণ করা হয়েছে।
আওয়ামী লীগের কর্মসূচী ঃ সকাল ৮টায় রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কার্যালয়ের উন্মুক্ত মঞ্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও কাজী হেদায়েত হোসেনের প্রতিকৃতিতে মাল্যদান, এরপর আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। দলীয় কার্যালয়ের কর্মসূচী শেষে সকাল ১০টায় শোক র্যালী সহকারে নেতাকর্মীরা কাজী হেদায়েত হোসেনের কবরে শ্রদ্ধার্ঘ্য অর্পণের পর জিয়ারত করবেন। এ সকল অনুষ্ঠানে জেলা, উপজেলা ও পৌর আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করবে।
পারিবারিক কর্মসূচী ঃ মরহুম কাজী হেদায়েত হোসেনের ৪৪তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে পারিবারিকভাবে আগামীকাল ১৮ই আগস্ট কোরআনখানী ও বিকেলে বাদ আসর খানকা শরীফ জামে মসজিদে(বড় মসজিদে) মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ১৯৭৫ সালের ১৫ই আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যার ৩দিন পর ১৮ই আগস্ট রাজবাড়ী শহরের কলেজ রোডে ড্রাই-আইস ফ্যাক্টরী এলাকায় অজ্ঞাতনামা বন্দুকধারীরা বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহযোগী কাজী হেদায়েত হোসেন এবং তার সাথে থাকা শহরের টাউন মক্তব স্কুল এলাকার বাসিন্দা বাদশা মিয়াকে গুলি করে নির্মম ভাবে হত্যা করে।