॥স্টাফ রিপোর্টার॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাজবাড়ী জেলা তথ্য অফিসের আয়োজনে গত ১৫ই আগস্ট বিকালে শহরের রেলগেট বটতলায় শোক সঙ্গীত পরিবেশন ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সুকন্যা মন্ডল এবং চপল কুমার সান্যাল জাতির জনক বঙ্গবন্ধুর উপর রচিত কালজয়ী বিভিন্ন শোক সঙ্গীত(বঙ্গবন্ধু তুমি ফিরে এলে, সেদিন আকাশে শ্রাবণের মেঘ ছিল-ছিল না চাঁদ, শোন একটি মুজিবরের থেকে, যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই প্রভৃতি) পরিবেশন করেন। শোক সঙ্গীতানুষ্ঠানের পর জাতির পিতা বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর নির্মিত বিভিন্ন চলচ্চিত্র (চিরঞ্জীব বঙ্গবন্ধু, আমাদের বঙ্গবন্ধু, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ, স্বাধীনতা আমার স্বাধীনতা ইত্যাদি) প্রদর্শন করা হয়।
জেলা প্রশাসন ও বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা তথ্য অফিসের ঘোষক দিলীপ কুমার মন্ডল।
উল্লেখ্য, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাজবাড়ী জেলা তথ্য অফিসের উদ্যোগে গত ১লা আগস্ট থেকে জেলার বিভিন্ন স্থানে বঙ্গবন্ধুর উপর নির্মিত চলচ্চিত্র প্রদর্শনী চলছে, যা পুরো আগস্ট মাসব্যাপী অব্যাহত থাকবে।
জাতীয় শোক দিবস উপলক্ষে রাজবাড়ী জেলা তথ্য অফিসের আয়োজনে শোক সঙ্গীত ও চলচ্চিত্র প্রদর্শনী
