॥স্টাফ রিপোর্টার॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাজবাড়ী জেলা তথ্য অফিসের আয়োজনে গত ১৫ই আগস্ট বিকালে শহরের রেলগেট বটতলায় শোক সঙ্গীত পরিবেশন ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সুকন্যা মন্ডল এবং চপল কুমার সান্যাল জাতির জনক বঙ্গবন্ধুর উপর রচিত কালজয়ী বিভিন্ন শোক সঙ্গীত(বঙ্গবন্ধু তুমি ফিরে এলে, সেদিন আকাশে শ্রাবণের মেঘ ছিল-ছিল না চাঁদ, শোন একটি মুজিবরের থেকে, যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই প্রভৃতি) পরিবেশন করেন। শোক সঙ্গীতানুষ্ঠানের পর জাতির পিতা বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর নির্মিত বিভিন্ন চলচ্চিত্র (চিরঞ্জীব বঙ্গবন্ধু, আমাদের বঙ্গবন্ধু, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ, স্বাধীনতা আমার স্বাধীনতা ইত্যাদি) প্রদর্শন করা হয়।
জেলা প্রশাসন ও বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা তথ্য অফিসের ঘোষক দিলীপ কুমার মন্ডল।
উল্লেখ্য, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাজবাড়ী জেলা তথ্য অফিসের উদ্যোগে গত ১লা আগস্ট থেকে জেলার বিভিন্ন স্থানে বঙ্গবন্ধুর উপর নির্মিত চলচ্চিত্র প্রদর্শনী চলছে, যা পুরো আগস্ট মাসব্যাপী অব্যাহত থাকবে।