শুক্রবার, ১৬ মে ২০২৫, ১০:৪৫ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

শোকার্ত মানুষের বিনম্র শ্রদ্ধায় জাতির জনক শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী পালিত

  • আপডেট সময় শুক্রবার, ১৬ আগস্ট, ২০১৯

॥আসহাবুল ইয়ামিন রয়েন॥ হাজার হাজার শোকার্ত মানুষের বিনম্র শ্রদ্ধা ও হৃদয় নিংড়ানো ভালোবাসার পাশাপাশি ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন বাংলাদেশের স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল ১৫ই আগস্ট সারা দেশের ন্যায় রাজবাড়ীতেও যথাযথ মর্যাদায় দিবসটি পালিত হয়েছে। সরকারীভাবে দিবসটি পালনে রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়।
কর্মসূচীর অংশ হিসেবে গতকাল ১৫ই আগস্ট সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী-আধা সরকারী, শ্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারী ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন করা হয়। সকাল ৯টায় বৃষ্টির মধ্যে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্য চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা প্রশাসনের পক্ষে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী ও জেলা প্রশাসক দিলসাদ বেগমসহ অন্যান্য কর্মকর্তাগণ, জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান,পিপিএম(বার) ও অন্যান্য পুলিশ কর্তকর্তাগণ, চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বারের নেতৃত্বে জেলা পরিষদ, সিভিল সার্জন ডাঃ মোঃ মাহফুজার রহমান সরকারের নেতৃত্বে স্বাস্থ্য বিভাগ, মেয়র মহম্মদ আলী চৌধুরীর নেতৃত্বে রাজবাড়ী পৌরসভা, নির্বাহী প্রকৌশলী খান এ শামীমের নেতৃত্বে এলজিইডি, সড়ক বিভাগ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মৎস্য বিভাগ, মহিলা বিষয়ক অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তর, জেলা শিল্পকলা একাডেমী, জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, দৈনিক মাতৃকণ্ঠ পরিবার, বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও ব্যক্তিগত উদ্যোগে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পুষ্পমাল্য অর্পণের পর কালো ব্যাজ ধারণ ও শোক র‌্যালী অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধুর ভাস্কর্য চত্বর থেকে শোক র‌্যালীটি বের হয়ে প্রধান সড়ক দিয়ে রেলগেটের শহীদ স্মৃতি চত্বর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর সেখানে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক দিলসাদ বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান,পিপিএম(বার), জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আমজাদ হোসেন মন্টু, আবুল হোসেন ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মোঃ বাকাহীদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোহাম্মদ আশেক হাসান, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ) মোঃ সালাহ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার(সদর) মোঃ ফজলুল করিম, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাঈদুজ্জামান খান, জেলা প্রশাসনের সহকারী কমিশনারগণ, বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীগণসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী বঙ্গবন্ধুসহ ১৫ই আগস্টের সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, বাংলাদেশ নামক স্বাধীন দেশ সৃষ্টির জন্য যার নামটি সর্বপ্রথম আসে তিনি আর কেউ নন-তিনি আমাদের স্বাধীনতার মহান স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যিনি বাংলাদেশের মানুষকে বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়ানোর জন্য একটি স্বাধীন ভূখন্ড প্রাপ্তিতে জীবনের অধিকাংশ সময় নির্যাতনের শিকার হয়েছেন। তার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর যখন তিনি বাংলাদেশকে বিশ্বের বুকে ক্ষুধা ও দারিদ্রমুক্ত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে অনেকটা এগিয়ে গিয়েছিলেন তখন আমাদের স্বাধীনতা বিরোধী পাকিস্তানী সামরিক বাহিনীর গোয়েন্দা সংস্থার আইএসআই’র সহযোগিতায় এদেশীয় কিছু কুলাঙ্গার ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের হত্যা করেছিল। তারা ভেবেছিল মুজিব ও তার পরিবারের অধিকাংশ সদস্যদের মেরে ফেলে দিলেই এ দেশের মানুষ আর কখনো মুজিব আদর্শে বলিয়ান হয়ে বাংলাদেশকে ক্ষুধা ও দারিদ্রমুক্ত উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে পারবে না। কিন্তু তাদের সেই উদ্দেশ্যে কখনোই সফল হয়নি। বাংলাদেশের মানুষ জাতির পিতা হিসেবে জীবিত মুজিবের থেকে মৃত মুজিবকেই বেশী মনে রেখেছে। আর সেই কারণেই দেশের মানুষ জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনার উপর বিশ্বাস রেখে তার হাতে দেশের শাসনভার তুলে দিয়েছে। যার কারণে মুজিব কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ বিশ্বের বুকে ক্ষুধা, দারিদ্রমুক্ত উন্নয়নের রোল মডেল ডিজিটাল বাংলাদেশে পরিণত হয়েছে। কিন্তু বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত হত্যাকারীদের পুরষ্কৃত করা জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সরকার যখন ক্ষমতায় ছিল তখন দেশের মানুষ শুধু শোষণ, নির্যাতন, জঙ্গীবাদ, সন্ত্রাস, অর্থলুট, দুর্নীতি দেখেছে। পক্ষান্তরে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার যোগ্যতা ও মেধা দিয়ে বাংলাদেশকে উন্নত দেশের রোল মডেলে পরিণত করেছে। দেশে পদ্মা সেতু, মেট্রোরেল, পায়রা সমুদ্রবন্দরসহ বিভিন্ন মেগা প্রকল্প বাস্তবায়ন করছে। এই উন্নয়নের ধারা অব্যাহত থাকলে আমরা আশা করি আগামী বছর জানুয়ারীতে দ্বিতীয় পদ্মা সেতুর কাজ শুরু হবে। যার মাধ্যমে এ অঞ্চলের মানুষের স্বপ্ন পূরণ হবে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আজকে জাতির জনকের আদর্শকে বুকে ধারণ করে তার স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করতে তার কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সকলকে একসাথে কাজ করতে হবে। তবেই ১৫ই আগস্টের এই দিনে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের জন্য সম্মিলিতভাবে কাজ করার উদ্যোগ তার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রতিষ্ঠায় শতভাগ সফল হবে।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক দিলসাদ বেগম হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, আজ আমরা যে স্বাধীন ও সার্বভৌম ভূখন্ডে বাস করি, বঙ্গবন্ধু ছাড়া সেই বাংলাদেশকে আমরা কখনো চিন্তাও করতে পারি না। মূলত বাংলাদেশ ও বঙ্গবন্ধুর নাম একে অন্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। আজকে আমরা যে স্বাধীন দেশে বাস করি সেই দেশকে স্বাধীন করার জন্য বঙ্গবন্ধু তার জীবন-যৌবনের সকল আরাম-আয়েশ বিসর্জন দিয়ে ৪হাজার ৬৮২দিন জেলে কাটিয়েছেন। শুধু তাই নয়, এর বাইরে যে সময়টা তিনি জেলের বাইরে থেকেছেন দেশের স্বাধীনতা জন্য তাকে মানসিক নিপীড়ন-নির্যাতন শিকার করতে হয়েছে। তার এই মহান ত্যাগের জন্যই আমরা আমাদের স্বাধীনতা পেয়েছি। স্বাধীনতার পরবর্তী সময়ে তিনি কখনোই ক্ষমতার লোভ করেন নাই। এদেশের নির্যাতিত-নিপীড়িত মানুষের মুখে হাসি ফোটানোসহ ক্ষুধা ও দারিদ্রমুক্ত উন্নত বাংলাদেশ গড়তে কাজ করেছেন। যখনই তিনি সফলতার দিকে এগিয়ে যাচ্ছিলেন তখনই পাকিস্তানী হানাদার বাহিনীর গভীর ষড়যন্ত্রে এদেশের সামরিক বাহিনীর কিছু বিপথগামী ক্ষমতালোভী সদস্যদের হাতে নির্মমভাবে সপরিবারে শাহাদৎবরণ করেছিলেন। ঘাতকরা চেয়েছিল বঙ্গবন্ধুর নামটি বাংলাদেশের বুকে আর থাকবে না। কিন্তু তাদের সেই উদ্দেশ্য সফল হয়নি। বঙ্গবন্ধুকে হারানোর শোককে শক্তিকে রূপান্তর করে বাংলাদেশের মানুষ আজ তার কন্যা বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশকে উন্নয়নের রোল মডেল রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে এসডিজি বাস্তবায়নের মাধ্যমে ২০৪১ সালের মধ্যে দেশকে তার স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছে।
পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান,পিপিএম(বার) জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, আজকে আমরা জাতীয় শোক দিবসে এমন একজন ব্যক্তিকে স্মরণ করছি যিনি একদিকে আমাদের স্বাধীনতার মহান স্থপতি ও জাতির পিতা, অন্যদিকে এক হাজার বছরের মধ্যে সারা পৃথিবীর বাংলাভাষীদের মধ্যে যেসকল মনীষী রয়েছেন ২০০৪ সালে বিবিসির জরীপে তাদের মধ্যে শ্রেষ্ঠ বাঙালী। বাংলা ভাষাভাষীদের মধ্যে অনেকে থাকলেও কেউ আমাদেরকে বিশ্ব মানচিত্রে একটি স্বাধীন ভূখন্ড এনে দিতে পারেন নাই, কিন্তু বঙ্গবন্ধু এনে দিয়েছেন। আর সে জন্যই আমরা নিজেদেরকে স্বাধীন দেশের নাগরিক হিসেবে দাবী করতে পারি। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমাদের স্বাধীনতার ইতিহাস ও বঙ্গবন্ধুর সম্পর্কে জানানোর মাধ্যমে দেশকে তার স্বপ্নের সোনার বাংলায় পরিণত করতে হবে।
অন্যান্য বক্তাগণ বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের ১৫ই আগস্টে শহীদ হওয়াসহ বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন। আলোচনা সভার শেষে বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরষ্কার ও সনদ বিতরণ করা হয়।
এছাড়াও দিবসটি উপলক্ষে বাদ যোহর সকল মসজিদে বিশেষ মোনাজাত ও সুবিধামতো সময়ে সকল মন্দির ও গীর্জায় বিশেষ প্রার্থনা করা হয় এবং সন্ধ্যায় রেলগেটের শহীদ স্মৃতি চত্ত্বরে তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!