॥চঞ্চল সরদার॥ রাজবাড়ী টাউন মক্তব সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গতকাল ১৫ই আগস্ট নানা আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
সকাল ৯টায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা শোক র্যালী নিয়ে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ করে।
পরে বিদ্যালয়ে চিত্রাংকন, কবিতা, রচনা ও হামদ-নাত প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ এবং দুপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন ৩নং বেড়াডাঙ্গা জামে মসজিদের ইমাম মাওলানা মীর মুনির হোসেন। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুন কক্সসহ অন্যান্য শিক্ষক মন্ডলী ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।