মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪, ০৭:৫৪ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

জাতীয় শোক দিবস উপলক্ষে এনজিও ফাউন্ডেশনের উদ্যোগে শোক র‌্যালী-আলোচনা সভা-দোয়া মাহফিল

  • আপডেট সময় শুক্রবার, ১৬ আগস্ট, ২০১৯

॥স্টাফ রিপোর্টার॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে গতকাল ১৫ই আগস্ট সকালে শোক র‌্যালী, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ভিপিকেএ ফাউন্ডেশন কার্যালয় থেকে শোক র‌্যালীটি বের করে জেলা প্রশাসকের কার্যালয়ের আ¤্রকানন চত্বরে বঙ্গবন্ধুর ভাষ্কর্যে পুষ্পমাল্য অর্পণের পর একই স্থানে এসে শেষ হয়। এরপর ভিপিকেএ ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
এনজিও ওয়েডের নির্বাহী পরিচালক খায়রুল হাসান মিন্টুর সভাপতিত্বে আলোচনা সভায় এনজিও ফাউন্ডেশনের জেলা শাখার সভাপতি ও রাসের নির্বাহী পরিচালক লুৎফর রহমান লাবু, পিএমএসের নির্বাহী পরিচালক আবুল কাশেম, শেডের নির্বাহী পরিচালক শেখ ফজলুল করিম, সমপদের নির্বাহী পরিচালক হেলাল উদ্দিন সরদার এবং আইডার নির্বাহী পরিচালক নাসির উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন। সভা সঞ্চালনা করেন নাসার নির্বাহী পরিচালক মনিরুজ্জামান সোহেল।
এ সময় ফাউন্ডেশনের সদস্যভুক্ত বিভিন্ন এনজিও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় ১৫ই আগস্টের তাৎপর্য ও বঙ্গবন্ধুর জীবন সম্পর্কে আলোচনা করা হয়। আলোচনা সভার শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন নতুন বাজার জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ আরিফুজ্জামান।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!