॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১২ই আগস্ট রাত সাড়ে ১১টার দিকে অজ্ঞাত(৪৫) ব্যক্তির মৃত্যু হয়েছে।
মৃত ব্যক্তির নাম পরিচয় উদঘাটনের জন্য মৃতদেহ রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। গতকাল ১৫ই আগস্ট রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত সময়ে মৃতদেহের পরিচয় মেলেনি।
জানা যায়, পাংশার পাট্টা ইউপি ও কালুখালীর সাওরাইল ইউপির সীমান্তবর্তী বাহের মোড় নামক এলাকা থেকে রক্তাক্ত গুরুতর আহত অবস্থায় অজ্ঞাত ব্যক্তিকে ওই সড়কে চলাচলকারী রাজবাড়ী পরিবহনের ড্রাইভার আকরাম হোসেন গত সোমবার রাত ১১টার দিকে পাংশা হাসপাতালে ভর্তি করে। রাত সাড়ে ১১টার দিকে পাংশা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
পাংশা হাসপাতালের আরএমও ডাঃ তরুন কুমার পাল বিষয়টি পাংশা মডেল থানা কর্তৃপক্ষকে অবহিত করেন। পাংশা মডেল থানার এস.আই অলোক কুমার ঘোষ সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে মৃতদেহের ময়না তদন্তের জন্য রাজবাড়ী মর্গে প্রেরণ করেন। নিহতের মাথায় ও বাম হাতে ক্ষত চিহ্ন আছে। এর আগে বাহের মোড় বাজারে স্থানীয় লোকজন পাগল প্রকৃতির অজ্ঞাত ব্যক্তিকে কয়েক দিন ধরে ঘোরাফেরা করতে দেখে। সোমবার রাতে বাহের মোড় এলাকায় রক্তাক্ত গুরুতর আহত অবস্থায় দেখে রাজবাড়ী পরিবহের ড্রাইভার আকরাম হোসেন তাকে পাংশা হাসপাতালে ভর্তি করে।
পাংশা মডেল থানার এস.আই অলোক কুমার ঘোষ জানান, মৃত ব্যক্তির নাম পরিচয় উদঘাটনের জন্য মৃতদেহ রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। নিহত ব্যক্তির গায়ের রং শ্যামলা, উচ্চতা ৫ফুট ৪ ইঞ্চি। তার পড়নে রয়েছে বেগুনী রঙের লুঙ্গী। এ ব্যাপারে পাংশা মডেল থানায় জিডি করা হয়েছে। জিডি নং-৪০৮, তাং-১৩/০৮/২০১৯ইং।