॥কাজী তানভীর মাহমুদ॥ স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শিশুদের বঙ্গবন্ধুর গল্প শোনালেন রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের কল্যাণপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আঞ্জুমান আরা বেগম।
গতকাল ১৫ই বেলা ১১টায় বিদ্যালয়ের শ্রেণী কক্ষে শিশুদেরকে তিনি বঙ্গবন্ধুর শৈশব, দেশ গড়ার স্বপ্ন, সোনার বাংলা গড়া, মানুষের প্রতি ভালোবাসা, দেশপ্রেম, রাজনৈতিক ইতিহাসসহ স্বাধীনতার ঘোষণা ও দেশ স্বাধীন করার ইতিহাস শোনান। ঘাতকরা কীভাবে নির্মম নির্যাতনের মধ্য দিয়ে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদেরকে হত্যা করেছিলো সেই ইতিহাস বলেন শিক্ষিকা আঞ্জুমান আরা বেগম।
এ সময় বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রাজিয়া সুলতানা, শায়লা আক্তার, আকলিমা খাতুন ও সুফিয়া খাতুন উপস্থিত ছিলেন।
এছাড়া দিবসের তাৎপর্যে চিত্রাংকন, সুন্দর হাতের লেখা, বঙ্গবন্ধুর ভাষণ ও রচনা প্রতিযোগিতায় অংশ নেয় বিদ্যালয়ের ২শতাধিক শিক্ষার্থী। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।