শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৮:১৩ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

প্রধানমন্ত্রী ফরিদপুরে পৌঁছেছেন ॥ ৩২টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করবেন

  • আপডেট সময় বুধবার, ২৯ মার্চ, ২০১৭

॥স্টাফ রিপোর্টার॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফরিদপুর পৌঁছেছেন আজ বুধবার বেলা ১১টা ৪০ মিনিটে। প্রধানমন্ত্রীর এই সফর নিয়ে ফরিদপুরবাসী, রাজবাড়ীবাসী সহ পার্শ্ববর্তী জেলাবাসী আনন্দে উদ্বেলিত। অনেক প্রত্যাশার দোলাচালে লোকমুখে ফিরছে ফরিদপুর বিভাগ, সিটি কর্পোরেশন, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়, দ্বিতীয় পদ্মা-সেতু আর বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার ঘোষণা শোনার অপেক্ষা। ফরিদপুর জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বেলা ১১টা ৪০ মিনিটে ফরিদপুর শেখ জামাল স্টেডিয়ামে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি অবতারণ করে। সেখান থেকে সর্কিট হাউসে যান প্রধানমন্ত্রী। সেখানে গার্ড অব অনার গ্রহণ শেষে শহরের বদরপুরে কন্যা পুতুলের বাড়িতে যাওয়ার কথা রয়েছে। এবং সেখানেই দুপুরের খাবার শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরে বিকেল ৩টায় ফরিদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে সরকারী রাজেন্দ্র কলেজ মাঠে আয়োজিত এক জনসভায় যোগদান শেষে বিকেলে রাজধানীতে ফিরবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফরিদপুরে প্রায় দেড় হাজার কোটি টাকা ব্যয়ে ৩২টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন । ফরিদপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি এবং বিদ্যুৎ উপকেন্দ্রসহ ২০টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ১২টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব মামুন-অর-রশীদ এসম্পর্কে বলেন, ‘প্রধানমন্ত্রী ফরিদপুরে ১হাজার ৩৮কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত ২০টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ৪২৫ কোটি ৩২ লাখ টাকা ব্যয়ে নির্মিতব্য ১২টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।’
প্রধানমন্ত্রী যেসব প্রকল্প উদ্বোধন করবেন সেগুলো হচ্ছে ঃ ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয় নির্মাণ প্রকল্প, ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল, পল্লীকবি জসিম উদ্দীন সংগ্রহশালা, ফরিদপুর ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজী, শিশু একাডেমী, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শকের কার্যালয় নির্মাণ, জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, আঞ্চলিক পাসপোর্ট অফিস ফরিদপুর, ফরিদপুর ৫০ মেগাওয়াট পিকিং পাওয়ার প্লান্ট, সরকারী রাজেন্দ্র কলেজের একাডেমিক কাম পরীক্ষা হল, ফরিদপুর সদর উপজেলাধীন চর কমলাপুর খেয়াঘাট থেকে বিলমামুদপুর স্কুল সড়কে কুমার নদীর ওপর ৯৬ মিটার আরসিসি ব্রিজ, ভাংগা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নয়ন প্রকল্প, আঞ্চলিক নির্বাচন অফিস ফরিদপুর, বিএসটিআই ভবন, ভাংগা থানা ভবন, মধুখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, সদর উপজেলা থেকে বাখুন্ডা জিসি হয়ে রসুলপুর ভায়া চর নিখুরদি সড়ক বিসি দ্বারা উন্নয়ন শীর্ষক প্রকল্প, ফরিদপুর সদর উপজেলাধীন ডিক্রিরচর ইউনিয়নের মুন্সীডাঙ্গী কামিউনিটি ক্লিনিক এবং ৩৩/১১ কেভি হারুকান্দি বিদ্যুৎ উপকেন্দ্র(ক্ষমতা ২০/২৬.৬৬ এমভিএ)। এই ২০টি প্রকল্প বাস্তবায়নে ব্যয় হয়েছে ১হাজার ৩৮ কোটি টাকা।
এছাড়া প্রধানমন্ত্রী যেসব প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন সেগুলো হচ্ছে ঃ কুমার নদ পুনঃখনন প্রকল্প, আলফাডাঙ্গা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র প্রকল্প, ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয় নির্মাণ প্রকল্প, পুলিশ হাসপাতাল নির্মাণ প্রকল্প, পুলিশ অফিসার্স মেস, সালথা টেকনিক্যাল স্কুল ও কলেজের একাডেমিক কাম প্রশাসনিক ভবন নির্মাণ, চন্দ্রপাড়া পুলিশ তদন্ত কেন্দ্র, সরকারী রাজেন্দ্র কলেজ ফরিদপুরের ছাত্রী নিবাস নির্মাণ, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নির্মাণ, ১৫০০ আসন বিশিষ্ট মাল্টিপারপাস হলরুম নির্মাণ, সালথা ফায়ার সর্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, সদরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন নির্মাণ প্রকল্প। এই ১২টি প্রকল্প বাস্তবায়নের জন্য ব্যয় ধরা হয়েছে ৪২৫ কোটি ৩২ লাখ টাকা।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!