॥আসহাবুল ইয়ামিন রয়েন॥ রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী বলেছেন, শুধুমাত্র একটি ক্যামেরা বা মোবাইল নিয়ে অনেকে নিজেকে সাংবাদিক দাবী করে ব্যবসায়ীসহ বিভিন্ন নাগরিককে ভয়-ভীতি প্রদর্শন করে তাদের কাছে মোটা অংকের অর্থ আদায় করছে।
গতকাল ১৪ই সকালে রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় তিনি এ কথা বলেন।
এমপি আলহাজ্ব কাজী কেরামত আলী আরো বলেন, আমরা সাংবাদিকদের সম্মান করি। মূলতঃ অধিকাংশ সাংবাদিকই সমাজ ও জাতির কল্যাণে কাজ করে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় বর্তমানে রাজবাড়ীতে হঠাৎ কিছু সাংবাদিকের আবির্ভাব হয়েছে, যারা শুধুমাত্র ক্যামেরা বা মোবাইল দিয়ে ছবি তুলে মানুষকে বিভ্রান্ত করে ব্ল্যাক মেইলিংয়ের মাধ্যমে মোটা অংকের অর্থ আদায় করছে। সাংবাদিকতা পেশায় যুক্ত হওয়ারমত এদের অনেকের নেই যোগ্যতা। শুধু ব্ল্যাক মেইলিংয়ের মাধ্যমে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টিকরা সাংবাদিকতা কোন ধরনের নীতিমালায় পড়ে সেটি আমার বোধগম্য নয়। যেহেতু আমি তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সেহেতু বিষয়টি আমি কমিটির বৈঠকে তুলবো, যাতে সাংবাদিকতা করার ক্ষেত্রে একটি নীতিমালার মধ্যে থেকে সততা ও নিষ্ঠার সাথে তারা দায়িত্ব পালন করতে পারে। এছাড়াও আমি জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে অনুরোধ করবো রাজবাড়ীতে কারা কোন কোন পত্রিকায় সাংবাদিকতা করে এবং কারা এই ধরনের ব্ল্যাক মেইলিংয়ের সাথে সম্পৃক্ত হয়ে অর্থ আদায়সহ বিভ্রান্তিমূলক সাংবাদিকতার মাধ্যমে মানুষকে হেয় করছে তাদের ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা। এছাড়াও তিনি এ ব্যাপারে রাজবাড়ী প্রেসক্লাবের নেতৃবৃন্দকে ব্যবস্থা গ্রহণের আহবান জানান।