॥মাহবুব হোসেন পিয়াল॥ ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ২জন নিহত ঘটনায় জড়িতদের ফাঁসির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
এলাকাবাসীর ব্যানারে গতকাল ১৪ই আগস্ট দুপুরে নগরকান্দার এম.এন একাডেমীর সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন পালন করা হয়। মানববন্ধন চলাকালে নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সোবহান মিয়া, কাইচাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ঠান্ডু, চরযশোরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান পথিক, সংসদ উপনেতার পিও আজাদ হোসেন, নিহত একজনের বোন আসমা শহীদ প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তাগণ অবিলম্বে সকল খুনীর গ্রেফতার ও ফাঁসির দাবী জানান। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়।
উল্লেখ্য, দলীয় অভ্যন্তরীণ বিরোধের জেরে গত ১০ই আগস্ট বিকালে যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হানিফ মিয়া হৃদয় ঢাকা থেকে বাড়ী ফেরার পথে নগরকান্দার কাইচাইলে পৌঁছালে কাইচাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ঠান্ডুর সমর্থকরা তার উপর হামলা চালায়। এ সময় হানিফ তার কাছে থাকা লাইসেন্স করা শর্টগান দিয়ে গুলিবর্ষণ করলে রওশন মিয়া(৫২) ও তুহিন মিয়া(২৫) নামের দু’জন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। গুলিবিদ্ধ আরও ৮ জন এখনো ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় ২১জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামী করে নগরকান্দা থানায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ প্রধান অভিযুক্ত যুবলীগ নেতা হানিফ মিয়া হৃদয়সহ ৫জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত হানিফ মিয়া হৃদয়ের কাছ থেকে তার লাইসেন্সকৃত শর্টগান ও ৩৬ রাউন্ড গুলি জব্দ করেছে।