শনিবার, ১৭ মে ২০২৫, ০৯:১৭ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে রাজবাড়ীতে র‌্যালী ও আলোচনা সভা

  • আপডেট সময় শনিবার, ১০ আগস্ট, ২০১৯

॥রফিকুল ইসলাম॥ আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে বাংলাদেশ আদিবাসী ফোরাম রাজবাড়ী জেলা শাখার আয়োজনে গতকাল ৯ই আগস্ট বিকালে র‌্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গন থেকে র‌্যালীটি বের হয়ে প্রধান সড়ক দিয়ে পান্না চত্ত্বর এলাকা প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন পরিষদের আহ্বায়ক আর.কে সরকার রঞ্জিতের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার।
বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাস এবং বিবিসিএফ ব্যাপ্টিস্ট এইডের ডিজাস্টার ম্যানেজমেন্ট সুপারভাইজার ক্ষুদিরাম দাস বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার বলেন, মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী ঘুষ-দুর্নীতি বর্জন করার জন্য দেশবাসীকে আহ্বান জানিয়েছেন। আমরা ঘুষ-দুর্নীতি করবো না, মাদক থেকে দূরে থাকবো, সুন্দর সমাজ গড়ে তুলবো। প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে পারলেই আদিবাসীদের দুঃখ দুর হবে। আদিবাসী শিক্ষার্থীদের জন্য সরকার বৃত্তি দিচ্ছে, চাকরীর জন্য কোটা সংরক্ষিত আছে। আদিবাসীদের ভাষা, ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে সকলকে এগিয়ে আসতে হবে। তাদের অধিকার নিশ্চিত করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাস বলেন, পৃথিবীর সকল মানুষের রক্তই লাল। শুধু জাতিগত ও প্রথাগত দিক দিয়ে আমরা আলাদা। আদিবাসীদের ভাষা সংরক্ষণে সকলকে এগিয়ে আসতে হবে।
আদিবাসী নেতৃবৃন্দ বলেন, আদিবাসীদের ভাষা, সংস্কৃতি ও জীবনধারা অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে চলেছে। আদিবাসীদের বঞ্চনার মাত্রা মাতৃভাষার বিপন্নতা থেকে শুরু করে ভূমির অধিকার-এমনকি বেঁচে থাকার অধিকার পর্যন্ত বিস্তৃত হয়েছে। আদিবাসীদের মানবিক মর্যাদা প্রতিষ্ঠা তো দূরের কথা, এখন আত্ম-পরিচয়, মাতৃভাষা ও নিজস্ব সংস্কৃতি নিয়ে অস্তিত্ব টিকিয়ে রাখাই কঠিন হয়ে পড়েছে। তারা দিবসটির প্রতিপাদ্য ‘আদিবাসী ভাষা চর্চা ও সংরক্ষণে এগিয়ে আসুন’-এর উপর আলোকপাত করেন।
আলোচনা সভার শেষে আদিবাসী শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রাজবাড়ী জেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা আদিবাসী সম্প্রদায়ের মানুষ র‌্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!