॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসনের উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল ৮ই আগস্ট সকালে পাংশা শিল্পকলা একাডেমীতে প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের সমন্বয়ে ছড়া পাঠ ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে পাংশার এসিল্যান্ড সাদিয়া শাহনাজ খানম, রাজবাড়ী জেলা পরিষদের সদস্য ও পাংশা উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ উত্তম কুমার কুন্ডু, পাংশা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চিত্ত রঞ্জন কুন্ডু, পাংশা উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জাহাঙ্গীর প্রমূখ উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় ক-বিভাগে সৈয়দ বায়তুল্লাহ কিন্ডার গার্টেনের ১ম শ্রেণির ছাত্র আবু বক্কার সিদ্দিক ১ম, মাগুড়াডাঙ্গী কাজী আব্দুল মাজেদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র প্যারিস কুন্ডু ২য় ও পাংশা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র রাইয়ান জারিফ ৩য় স্থান লাভ করে।
খ-বিভাগে পাংশা জর্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী বৃষ্টি ভাদুরী ১ম, কাজী আব্দুল মাজেদ একাডেমীর ৯ম শ্রেণির ছাত্র সৈকত আহমেদ দীপ ২য় ও এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী মিসকাতুল ৩য় স্থান লাভ করে।