॥স্টাফ রিপোর্টার॥ ‘গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ’ শীর্ষক প্রকল্পের আওতায় রাজবাড়ী জেলা তথ্য অফিসের আয়োজনে গতকাল ৮ই আগস্ট সকালে আলাদীপুরের যুব উন্নয়ন অধিদপ্তর মিলনায়তনে চলচ্চিত্র প্রদর্শনী, মহিলা সমাবেশ ও সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলা তথ্য অফিসার তাহমিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী সদর উপজেলার সহকারী কমিশনার(ভূমি) সানজিদা শাহনাজ, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক গৌতম চন্দ্র দে এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নূরে সফুরা ফেরদৌস বক্তব্য রাখেন।
বক্তাগণ প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগসহ গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নের সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড সম্পর্কে আলোচনা করেন। এছাড়াও বক্তাগণ ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতার বিষয়ে সকলকে অবহিত করেন।
আলোচনা পর্বের শেষে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড সম্পর্কিত চলচ্চিত্র প্রদর্শন এবং ডেঙ্গু প্রতিরোধ, সচেতনতা ও উন্নয়নমূলক সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী-পেশার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গসহ যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণার্থীগণ উপস্থিত ছিলেন।