॥স্টাফ রিপোর্টার॥ পদ্মা সেতু নির্মাণে গলা কাটা ও ছেলে ধরা গুজব সংক্রান্তে র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের আয়োজনে গতকাল ৭ই আগস্ট বেলা ১১টায় রাজবাড়ী শহরের ডাঃ আবুল হোসেন কলজেরে মলিনায়তনে সচতেনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
কলেজের অধ্যক্ষ এবিএম মঞ্জুরুল আলম দুলালের সভাপতিত্বে সভায় মূল আলোচক হিসেবে বক্তব্য রাখেন র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর শেখ নাজমুল আরেফিন পরাগ। এ সময় কলেজের উপাধ্যক্ষ খোন্দকার ফারুক হোসেনসহ অন্যান্য শক্ষিক মন্ডলী ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন দর্শন বিভাগের সহকারী অধ্যাপক শামীমা আক্তার মুনমুন।
সভায় মেজর শেখ নাজমুল আরেফিন পরাগ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, গুজব হচ্ছে এক প্রকার মথ্যিাচার, যাকে সত্য বলে প্রচার করা হয়। শত্রুপক্ষকে ঘায়লে করতে যুদ্ধ ক্ষেত্রে অনকে সময় গুজবকে অস্ত্র হসিবেে ব্যবহার করা হয়। র্বতমানে দেশের বিভিন্ন স্থানে ছেে ধরার গুজব সৃষ্টি করা হয়ছে।ে তারও আগে গুজব ছড়ানো হয়ছেে যে, পদ্মা সেতুর জন্য মানুষের মাথা দরকার। ঢাকার বাড্ডায় রেণু নামের নারীকে হত্যা করা হয়েছে ছেে ধরা সন্দহে।ে এতে তার সন্তানদের ভবিষ্যৎ অনশ্চিতি হয়ে গেছে। একইভাবে চট্টগ্রামে, নেত্রকোণাতেও এমনটি ঘটেছে। জনগণ না বুঝে আইন হাতে তুলে নিয়েছে। এটাকে প্রতিহত করতে হব।ে গুজব ছড়ানোর দায়ে রাজবাড়ীর পাংশা থেকেও ১জনকে গ্রেফতার করা হয়েছে। সারা দেশে এ যাবৎ ১০৩টি মামলা হয়ছে।ে সামাজকি যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর দায়ে এ পর্যন্ত ৮৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এই অপরাধ সম্পর্কে সচতেন থাকতে হবে এবং অপরাধরে সাজা সম্পর্কে জানতে হব।ে
মেজর পরাগ আরও বলেন, মুখে মুখে গুজব ছড়ালে দন্ড বধিরি ৫০৫ এর খ ধারায় একদিন থেকে সাত বছর পর্যন্ত সশ্রম কারাদন্ড হতে পারে। গুজব ছড়িয়ে গণপিটুনী দিয়ে কাউকে হত্যা করা হলে দন্ড বিধির ৩০২ ধারা অনুযায়ী হত্যার জন্য ফাঁসিও হতে পারে।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরো বলেন, তোমরা আগামী দিনের ভবিষ্যৎ। দেরে জন্য বড় দায়ত্বি পালন করব।ে তাই সামাজকি যোগাযোগ মাধ্যমে গুজব পোস্ট করা বা লাইক-শেয়ার করা থেকে বিরত থাকতে হবে। পরচিতিদরে সচতেন করতে হব।ে কোন পরিস্থিতির সৃষ্টি হলে তৎক্ষণাৎ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে। বর্তমান ডেঙ্গু পরিস্থিতি সম্পর্কেও সকলকে সতর্ক থাকতে হবে।
এছাড়াও তিনি শিক্ষক-শিক্ষার্থীদের পক্ষ থেকে উত্থাপিত মাদক, নারী-শিশু পাচার, দৌলতদিয়া পতিতাপল্লীর সমস্যা, অবৈধ জুয়া-হাউজীসহ বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং এসব ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেয়াসহ মোবাইল ফোনের মাধ্যমে তথ্য দেয়ার আহ্বান জানান।