॥স্টাফ রিপোর্টার॥ শিশুর প্রতি সহিংসা বন্ধে রাজবাড়ী জেলা এনসিটিএফের পক্ষ থেকে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে।
গতকাল আজ ৭ই আগস্ট সকাল ১০টায় জেলা প্রশাসক দিলসাদ বেগমের অফিস কক্ষে তার নিকট এই স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় জেলা এনসিটিএফের ডিস্ট্রিক্ট ভলান্টিয়ার সাদমান সাকিব রাফিসহ কার্যনির্বাহী কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক স্মারকলিপিটি গ্রহণের পর এনসিটিএফের সদস্যদের কথা শোনেন এবং স্মারকলিপির বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।