রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী গতকাল ৬ই আগস্ট সকালে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় শিক্ষা সপ্তাহ ও সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার পুরষ্কার ও সনদপত্র বিতরণ করেন। সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাঈদুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাস, ভাইস চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল ও মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম উপস্থিত ছিলেন। ছবিতে রাজবাড়ী সরকারী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ মোস্তাফিজুর রহমান পুরস্কার গ্রহণ করেন -মাতৃকণ্ঠ।