Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ীতে ডার্বি সিগারেট বেশীদামে বিক্রি করায় ৪জন দোকানীর মুচলেকা

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ীতে বেশী দামে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানীর ডার্বি সিগারেট বিক্রির দায়ে ৪জন খুচরা বিক্রেতা মুচলেকা দিয়ে রক্ষা পেয়েছে।
জানা গেছে, গতকাল ৬ই আগস্ট বিকালে রাজবাড়ী সদর উপজেলার চন্দনী, শহরের সজ্জনকান্দা ও কালুখালী উপজেলার মোহনপুর এলাকার বিভিন্ন সিগারেটের দোকানে নির্ধারিত মূল্যের চেয়ে প্রতি শলাকায় ১টাকা বেশী দামে ডার্বি সিগারেট বিক্রির বিষয়ে অভিযোগ পায় পুলিশ।
গতকাল ৬ই আগস্ট রাত ১০টার রাজবাড়ী শহরের সজ্জনকান্দা এলাকার একটি দোকানে বেশী দামে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানীর ডার্বি সিগারেট বিক্রিকালে দোকানী ও ক্রেতার মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে খবর পেয়ে পুলিশ ও কোম্পানীর স্থানীয় পরিবেশকের প্রতিনিধি সেখানে যায়। তখন উক্ত দোকানী তাদের উপস্থিতি দেখে ‘ সে আর কোনদিন নির্ধারিত দামের চেয়ে বেশী দামে সিগারেট বিক্রি করবে না মর্মে’ মুচলেকা দেওয়ার পর তাকে অব্যাহতি দেওয়া হয়।
এ ব্যাপারে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোঃ লিঃ-এর রাজবাড়ীর পরিবেশক তারিক আহমেদ দিপু বলেন, কিছু অসাধু ব্যবসায়ী বাজেটের আগে ও পরে অধিক মুনাফার লোভে সরকার ও কোম্পানীর নির্ধারিত মূল্যের চেয়ে বেশী দামে সিগারেট বিক্রি করে বাজার অস্থিতিশীল করে রাখে। ভোক্তা যেন সঠিক দামে সিগারেট কিনতে পারে সে ব্যাপারে আমাদের ও কোম্পানীর বিশেষ দৃষ্টি রয়েছে।
এ বিষয়ে রাজবাড়ী থানা সুত্রে জানা যায়, নির্ধারিত মূল্যের চেয়ে বেশী দামে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ডার্বি সিগারেট বিক্রির দায়ে অভিযোগের প্রেক্ষিতে ৪জন দোকানী “আর কোনদিন নির্ধারিত দামের চেয়ে বেশী দামে সিগারেট বিক্রি করবে না” মর্মে মুচলেকা দিয়ে রক্ষা পেয়েছে।