রবিবার, ০৪ মে ২০২৫, ১১:৫৯ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

রাজবাড়ীতে ডার্বি সিগারেট বেশীদামে বিক্রি করায় ৪জন দোকানীর মুচলেকা

  • আপডেট সময় বুধবার, ৭ আগস্ট, ২০১৯

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ীতে বেশী দামে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানীর ডার্বি সিগারেট বিক্রির দায়ে ৪জন খুচরা বিক্রেতা মুচলেকা দিয়ে রক্ষা পেয়েছে।
জানা গেছে, গতকাল ৬ই আগস্ট বিকালে রাজবাড়ী সদর উপজেলার চন্দনী, শহরের সজ্জনকান্দা ও কালুখালী উপজেলার মোহনপুর এলাকার বিভিন্ন সিগারেটের দোকানে নির্ধারিত মূল্যের চেয়ে প্রতি শলাকায় ১টাকা বেশী দামে ডার্বি সিগারেট বিক্রির বিষয়ে অভিযোগ পায় পুলিশ।
গতকাল ৬ই আগস্ট রাত ১০টার রাজবাড়ী শহরের সজ্জনকান্দা এলাকার একটি দোকানে বেশী দামে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানীর ডার্বি সিগারেট বিক্রিকালে দোকানী ও ক্রেতার মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে খবর পেয়ে পুলিশ ও কোম্পানীর স্থানীয় পরিবেশকের প্রতিনিধি সেখানে যায়। তখন উক্ত দোকানী তাদের উপস্থিতি দেখে ‘ সে আর কোনদিন নির্ধারিত দামের চেয়ে বেশী দামে সিগারেট বিক্রি করবে না মর্মে’ মুচলেকা দেওয়ার পর তাকে অব্যাহতি দেওয়া হয়।
এ ব্যাপারে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোঃ লিঃ-এর রাজবাড়ীর পরিবেশক তারিক আহমেদ দিপু বলেন, কিছু অসাধু ব্যবসায়ী বাজেটের আগে ও পরে অধিক মুনাফার লোভে সরকার ও কোম্পানীর নির্ধারিত মূল্যের চেয়ে বেশী দামে সিগারেট বিক্রি করে বাজার অস্থিতিশীল করে রাখে। ভোক্তা যেন সঠিক দামে সিগারেট কিনতে পারে সে ব্যাপারে আমাদের ও কোম্পানীর বিশেষ দৃষ্টি রয়েছে।
এ বিষয়ে রাজবাড়ী থানা সুত্রে জানা যায়, নির্ধারিত মূল্যের চেয়ে বেশী দামে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ডার্বি সিগারেট বিক্রির দায়ে অভিযোগের প্রেক্ষিতে ৪জন দোকানী “আর কোনদিন নির্ধারিত দামের চেয়ে বেশী দামে সিগারেট বিক্রি করবে না” মর্মে মুচলেকা দিয়ে রক্ষা পেয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!