॥স্টাফ রিপোর্টার॥ “১৮ এর আগে বিয়ে নয়, ২০ এর আগে মা নয়” এই শ্লোগানকে সামনে রেখে গতকাল সোমবার রাজবাড়ী জেলার গোয়ালন্দে কিশোরী স্বাস্থ্য সুরক্ষায় অবহিতকরণ সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়।
একই সঙ্গে বিদ্যালয়ের ২০০ জন শিক্ষার্থীর হাতে স্যানেটারী ন্যাপকিন তুলে দেওয়া হয়। গোয়ালন্দ শহীদ স্মৃতি সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে এ সেমিনারের আয়োজন করে রাজবাড়ী মহিলা বিষয়ক অধিদপ্তর উপ-পরিচালকের কার্যালয়।
রাজবাড়ী জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নূরে সফুরা ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবায়েত হায়াত শিপলু।
কিশোরী স্বাস্থ্য সুরক্ষায় ও নারীর অর্থনৈতিক ক্ষমতা সৃষ্টিতে স্যানেটারী টাওয়েল প্রস্তুতকরণ ও বিতরণ কর্মসূচি বিষয়ক অবহিতকরণ সভা ও সেমিনার অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা তথ্য কর্মকর্তা তাহমিনা আক্তার, গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসিফ মাহমুদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ সালাম সিদ্দিকী, শহীদ স্মৃতি সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রঞ্জন বিশ^াস ও বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশুতোষ সরকার প্রমূখ।
সভায় কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষার ওপর বিশেষ আলোকপাত করেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নূরে সফুরা ফেরদৌস ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আসিফ মাহমুদ। এ সময় এখন থেকে কিশোরীদের বিশেষ সমস্যাগুলো চিহিৃত করে উদ্বিগ্ন না হয়ে তাৎক্ষনিকভাবে পরিবারের মা বা বড়দের সাথে পরামর্শ করে সমাধানের কথা জানান। সেই সঙ্গে ডেঙ্গু বিষয়েও আলোকপাত করা হয়। পরে ২০০ জন শিক্ষার্থীদের হাতে স্যানেটারী ন্যাপকিন তুলে দেওয়া হয়।