॥চঞ্চল সরদার॥ রাজবাড়ী কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিঃ এর ৩৬তম বার্ষিক সাধারণ সভা গতকাল ৩রা আগস্ট সকালে কেনটন চায়নিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
ব্যাংকের ব্যবস্থাপনা কমিটির সভাপতি এডঃ এম.এ খালেকের সভাপতিত্বে সভায় সহকারী জেলা সমবায় অফিসার আব্দুর রহমান, ফরিদপুর জেলা সমবায় অফিসার আব্দুর রাজ্জাক মিয়া, মাদারীপুর জেলা সমবায় অফিসার মোঃ হারুনুর রশীদ, ব্যাংকের সহ-সভাপতি হাজী আব্দুল ওহাব, রাজবাড়ী সদর উপজেলা সমবায় অফিসার সেলিনা পারভীন, গোয়ালন্দ উপজেলা সমবায় অফিসার নজরুল হুদা, পাংশা উপজেলা সমবায় অফিসার কামরুন নাহার, বালিয়াকান্দি উপজেলা সমবায় অফিসার নজরুল ইসলাম, কালুখালী উপজেলা সমবায় অফিসার সাইফুল ইসলাম, ব্যাংকের ব্যবস্থাপনা কমিটির সদস্য হেলাল উদ্দিন সরদার, মোয়াজ্জেম হোসেন জোয়ার্দ্দার, দেবব্রত চক্রবর্তী, আটদাপুনিয়া বহুমুখী সমবায় সমিতি লিঃ এর সভাপতি আবু ইউসুফ খান প্রমুখ বক্তব্য রাখেন।
সভা সঞ্চালনা করেন ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মোঃ হাবিবুর রহমান তালুকদার। এছাড়াও সভায় বিভিন্ন অর্থ বছরের আয়-ব্যয়ের হিসাব ও বাজেট উপস্থাপন করেন ব্যাংকের ব্যবস্থাপনা কমিটির সদস্য নব কুমার দত্ত।
বক্তাগণ বলেন, রাজবাড়ী কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিঃ জেলার প্রাচীনতম ও শীর্ষ আর্থিক প্রতিষ্ঠান। এই জেলার কৃষি তথা খাদ্য উৎপাদন, পেশাজীবী শ্রেণীর আর্থ-সামাজকি উন্নয়ন ও অর্থায়নে এ ব্যাংকের গৌরবময় ভূমিকা রয়েছে। জেলার সমবায়ী কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ীসহ পেশাভিত্তিক সমবায়ীদের আর্থিক স্বাবলম্বায়নে অর্থ সরবরাহ করে করে আসছে। সমবায় সেক্টরে জেলার শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান হিসেবে রাজবাড়ী কেন্দ্রীয় সমবায় ব্যাংকের গুরুত্ব অপরিসীম। ব্যাংকের সামগ্রিক কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে বিশেষায়িত ব্যাংকে রূপান্তর, ঋণ প্রবাহ বৃদ্ধি, ক্ষুদ্র ঋণ কর্মসূচীসহ বহুমুখী ঋণ কার্যক্রম চালু, বেকার যুবক ও যুব মহিলাদের সমবায়ের মাধ্যমে সংগঠিত করে প্রশিক্ষণ প্রদান ও কর্মসংস্থানের ব্যবস্থা, সমবায় ভিত্তিক বাজারজাতকরণ কর্মসূচী চালু, সমবায় সমিতিগুলোতে অংশীদারী ভিত্তিতে উন্নয়ন কর্মসূচী চালু করা, মেয়াদোত্তীর্ণ ভবনের স্থানে আধুনিক বহুতল ভবন নির্মাণ এবং সমবায় সমিতিগুলোর সদস্যদের জীবনমান উন্নয়নমূলক কার্যক্রম চালু করা হয়েছে। জেলার সমবায় সেক্টরের একমাত্র ব্যাংকিং প্রতিষ্ঠান হিসেবে রাজবাড়ী কেন্দ্রীয় সমবায় ব্যাংক অগ্রণী ভূমিকা রাখবে বলে বক্তাগণ আশা প্রকাশ করেন।