॥স্টাফ রিপোর্টার॥ মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের পুত্র ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘ইন্টারন্যাশনাল প্রিন্টিং মেশিনারী এক্সিবিশন’।
গত ১লা আগস্ট মেলার উদ্বোধন করেন মালয়েশিয়ার আইন মন্ত্রী ওয়াইবি ডাতুক লুই ভুই কিওং। এ সময় বাংলাদেশসহ বিভিন্ন দেশের প্রতিনিধি দলের সদস্যবৃন্দসহ কয়েকশত অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন। আগামী ৪রা আগস্ট মেলা সমাপ্ত হবে।
বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির ইন্টারন্যাশনাল এক্সিবিশন বিষয়ক স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক ও সাবেক জেনারেল সেক্রেটারী জুলকার শাহীনের নেতৃত্বে ৮সদস্যের একটি প্রতিনিধি দল এই মেলায় অংশগ্রহণ করেছে।
উদ্বোধন অনুষ্ঠানের পর বাংলাদেশের প্রতিনিধি দলটি মেলায় প্রদর্শিত প্রিন্টিং-এর বিভিন্ন মেশিনারী দেখেন এবং রাতে মেলার আয়োজক কাইজার এক্সিবিশনের নেটওয়ার্কিং নাইট ও রাজকীয় মালয় ডিনার পার্টিতে অংশগ্রহণ করেন। এছাড়াও তারা গতকাল ২রা আগস্ট এশিয়া প্রিন্ট-এর ইন্টারঅ্যাক্টিভ মিটিংয়ে এবং রাতে সেরি প্যাসিফিক হোটেলের বলরুমে সানসিন ইন্টারন্যাশনাল গ্রুপের ডিনার পার্টিতে অংশগ্রহণ করেন।
বাংলাদেশের প্রতিনিধি দলের অন্যান্য সদস্যগণ হলেন ঃ ইমদাদুল হক, মজিবর রহমান, এম.আর খান নোমান, আফজাল উদ্দিন বিশ্বাস, ফজলুল হক, মোশাররফ হোসেন জিন্নাহ ও আব্দুল গাফফার খান।