॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের বেলগাছীর সেই অবহেলিত বীরযোদ্ধা সাধন কুমার গোস্বামী(৭৫) আর নেই। গত ১লা আগস্ট তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
মুক্তিযোদ্ধার স্বীকৃতি না পাওয়া অবহেলিত এই বীরযোদ্ধাকে নিয়ে গত ১লা আগস্টই সাপ্তাহিক রাজবাড়ী সংবাদ এবং গত ৩১শে জুলাই দৈনিক মাতৃকণ্ঠ পত্রিকার শেষ পাতায় ‘শেষ আশ্রয় রাজবাড়ী সদর উপজেলার বেলগাছী পুরনো মন্দিরের ঝুপরি ঘর-মৃত্যুর আগেও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাচ্ছে না বীরযোদ্ধা সাধন॥দেখার কেউ নেই!’ শিরোনামে সচিত্র একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
ওই দিনই(১লা আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে ফ্রান্স প্রবাসীর মোঃ আশরাফুল ইসলামের আর্থিক সহযোগিতায় অসুস্থ সাধন কুমার গোস্বামীর সুচিকিৎসার জন্য সাংবাদিক খন্দকার রবিউল ইসলাম মজনু এ্যাম্বুলেন্স নিয়ে তার শেষ আশ্রয়স্থল বেলগাছী পুরনো মন্দিরের পিছনের ঝুপরি ঘরটাতে যায়। ওই সময় তার কোন সাড়াশব্দ না পেয়ে তাকে এ্যাম্বুলেন্সে তুলে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। রাতে হাসপাতালেই লাশ থাকার পর গতকাল ২রা আগস্ট বেলা ৩টায় রাজবাড়ী পৌর মহাশ্মশানে তার লাশ দাহ করা হয়। তিনি একজন প্রকৃত মুক্তিযোদ্ধা হলেও মুক্তিযোদ্ধার তালিকায় নাম না থাকায় তাকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়নি।