॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা শহরের লিজা হেলথ কেয়ার’ ক্লিনিকে গতকাল ২রা আগস্ট সকালে ডিজিটাল ফিজিও থেরাপি ও আধুনিক ডেন্টাল ইউনিটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম লিজা হেলথ কেয়ারের নতুন সংযোজন ডিজিটাল ফিজিও থেরাপি ও আধুনিক ডেন্টাল ইউনিটের উদ্বোধন করেন।
জানা যায়, পাংশা পৌরসভার মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাসের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পাংশা উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ জালাল উদ্দিন বিশ্বাস, পাংশা পৌরসভার কাউন্সিলর আবুল হোসেন শেখ ও পাংশা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আলমগীর আকন প্রমূখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন লিজা হেলথ কেয়ারের অন্যতম পরিচালক ও পাংশা উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পদক দীপক কুন্ডু।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে লিজা হেলথ কেয়ারের পরিচালক মোঃ নিজাম উদ্দিন ও নুরুল ইসলাম মিয়াসহ অন্যান্য পরিচালকবৃন্দ, লিজা হেলথ কেয়ারের চিকিৎসকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ব্যবসায়ীক মনোভাব পরিত্যাগ করে সেবার মানসিকতায় চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনার আহবান জানান বক্তারা। পাংশা শহরে আধুনিকমানের ক্লিনিক প্রতিষ্ঠায় লিজা হেলথ কেয়ার কর্তৃপক্ষকে ধন্যবাদ জানানো হয়।
উল্লেখ্য, লিজা হেলথ কেয়ারে সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে ডেঙ্গু রোগ নির্ণয়ের পরীক্ষা করা হচ্ছে।