॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় ও রাজধানীর গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের প্রাত্তন গণিতের শিক্ষক এবং রাজবাড়ী জেলা বিএনপির প্রধান উপদেষ্টা মোঃ আফতাব উদ্দিন মিয়া(৮৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল ১লা আগস্ট রাত সাড়ে ১১টার দিকে তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রাজধানীর ইব্রাহীম কার্ডিয়াক হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।
মোঃ আফতাব উদ্দিন মিয়া রাজবাড়ী শহরের তিন নম্বর বেড়াডাঙ্গা এলাকার বাসিন্দা। তিনি জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট আসলাম মিয়ার শ্বশুর। তার পরিবারের সদস্যরা জানান, ১লা আগস্ট সকালে মোঃ আফতাব উদ্দিন মিয়া হঠাৎ করে বুকে প্রচন্ড ব্যাথা অনুভব করলে তাকে নিয়ে রাজধানীর ইব্রাহীম কার্ডিয়াক হসপিটালে ভর্তি করা হয়। দিনভর সেখানে চিকিৎসাধীন থাকার পর রাত সাড়ে ১১টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ ২রা আগস্ট শুক্রবা দুপুর ২:৩০ মিনিটে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে তাকে ভবানীপুর পৌর কবরস্থানে দাফন করা হবে। সকলকে তার নামাজে জানাজায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।