॥রফিকুল ইসলাম॥ ডেঙ্গু প্রতিরোধে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের উদ্যোগে গতকাল ১লা আগস্ট সকালে সচেতনতামূলক প্রচারণা ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়।
সকাল ১০টার দিকে জেলা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে কর্মসূচীর উদ্বোধন অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক বক্তব্য রাখেন। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচী অনুযায়ী রাজবাড়ীতে সচেতনতামূলক প্রচারণা ও পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণের জন্য আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। এ সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রফেসর ফকরুজ্জামান মুকুট, হেদায়েত আলী সোহ্রাব, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এস.এম নওয়াব আলী, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক ইঞ্জিঃ আমজাদ হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ ওয়াহিদুজ্জামান, রাজবাড়ী পৌর আওয়ামী লীগের সভাপতি এডঃ উজির আলী শেখ, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফি, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আবু বককার খান, জেলা ছাত্রলীগের সভাপতি সভাপতি জাকারিয়া মাসুদ রাজীব ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এরশাদসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উদ্বোধন অনুষ্ঠান শেষে কাজী ইরাদত আলীসহ অন্যান্য নেতাকর্মীরা জেলা আওয়ামী লীগ অফিসের আশেপাশেসহ বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে ব্যবসায়ীদের দোকানের সামনে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানোসহ সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।