Site icon দৈনিক মাতৃকণ্ঠ

সরকারী সিদ্ধান্ত অমান্য করে রাতেই পুস্পস্তবক অর্পন করলো জাতীয় পার্টি

॥স্টাফ রিপোর্টার॥ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আজ ২৬শে মার্চ সূর্যোদয়ের সাথে সাথে(৫টা ৫৭মিনিটে) জেলা ও উপজেলায় পু®পস্তবক অর্পনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে সরকারী নির্দেশনা জারী করলেও তা অমান্য করে রাজবাড়ীতে ২৬শে মার্চের প্রথম প্রহরে(রাত ১২টা ১মিনিটে) শহরের রেলগেটের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পন করেছে জেলা জাতীয় পার্টি, পৌর জাতীয় পার্টি এবং জেলা জাসদ (আম্বিয়া)সহ কয়েকটি সংগঠন।
এ সময় সেখানে উপস্থিত থানা পুলিশের এক কর্মকর্তা তাদেরকে সরকারী সিদ্ধান্ত অনুযায়ী সূর্যোদয়ের সাথে পুষ্পস্তবক অর্পনের অনুরোধ জানান হলেও তাতে তারা কর্ণপাত না করে পু®পস্তবক অর্পন করে।
এ বিষয়ে রাজবাড়ী জেলা জাতীয় পার্টির সভাপতি এডঃ খোন্দকার হাবিবুর রহমান বাচ্চু এবং সাধারণ সম্পাদক মোঃ মোকছেদুর রহমান খান মোমিন বলেন, সরকারী নির্দেশনার বিষয়টি আমাদের জানানেই এবং কোন মাইকিং শুনিনি। এছাড়াও রাতে পু®পস্তবক অর্পন করা অন্য সংগঠন গুলো সাংবাদিকদের সাথে কথা বলেনি।
উল্লেখ্য, গত ১২ই জানুয়ারী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তঃ মন্ত্রণালয় সভায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় কর্মসূচীর সঙ্গে সামঞ্জস্য রেখে সকল জেলা ও উপজেলা পর্যায়ে রাতের পরিবর্তে সূর্যোদয়ের সাথে সাথে পুষ্পমাল্য অর্পনের অনুরোধ জানানো হয়। এর প্রেক্ষিতে রাজবাড়ী জেলা প্রশাসনের পক্ষে জেলা তথ্য অফিসের প্রচার মাইক শহরসহ বিভিন্ন স্থানে মাইকিং করে।