॥বালিয়াকান্দি প্রতিনিধি॥ ঔষধ তত্ত্বাবধায়কের কার্যালয়, ফরিদপুর এর আয়োজনে গতকাল ১লা আগস্ট বিকালে রাজবাড়ীর বালিয়াকান্দি সরকারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সভা কক্ষে ঔষধ ব্যবসায়ীদের সাথে নকল, ভেজাল, আনরেজিস্টার্ড ও মেয়াদ উত্তীর্ণ ঔষদ ক্রয়-বিক্রয় প্রতিরোধে সচেতনামূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের ফরিদপুর কার্যালয়ের তত্ত্বাবধায়ক সুলতানা রিফাত ফেরদৌস। অন্যান্যের মধ্যে বালিয়াকান্দি বাজারের ঔষধের দোকানী দাউদ খান, প্রীতি ফার্মেসীর মালিক পুলক কুমার লাহিরী, জামালপুর বাজারের ঔষধের দোকানী কুদরত-ই-রহমান মহব্বত, আহসান হাবিব তপন প্রমুখ বক্তব্য রাখেন। বালিয়াকান্দি, বহরপুর, জামালপুর, সোনাপুর, নারুয়া, তেঁতুলিয়া, রামদিয়া, জঙ্গল, বেরুলী বাজারসহ বিভিন্ন হাট-বাজারের ঔষধের দোকানীরা সভায় উপস্থিত ছিলেন।