॥মাহফুজুর রহমান॥ বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০১৮-১৯ এর আওতায় রাজবাড়ী জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় প্রমীলা ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান গতকাল ১লা আগস্ট বিকালে কাজী হেদায়েত হোসেন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং প্রশিক্ষণ প্রাপ্ত ৩০ জন নারী ফুটবলারের হাতে সনদপত্র তুলে দেন জেলা প্রশাসক দিলসাদ বেগম। রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাঈদুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি গোলাম মওলা, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফি, জেলা ক্রীড়া অফিসার শাহীন সুলতান রাজা, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিয়াদত আলী টগর, নারী ফুটবলের প্রশিক্ষক সালমা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।