Site icon দৈনিক মাতৃকণ্ঠ

ফরিদপুরে সিরিজ বোমা হামলার মামলায় ৯জঙ্গীর যাবজ্জীবন জেল

॥মাহবুব হোসেন পিয়াল॥ ফরিদপুরে ২০০৫ সালের ১৭ই আগস্ট সিরিজ বোমা হামলা মামলায় অভিযুক্ত জেএমবির ৯জন জঙ্গীকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছে বিশেষ জজ আদালত।
গতকাল ৩১শে জুলাই দুপুরে ফরিদপুরের বিশেষ দায়রা জজ(স্পেশাল ট্রাইব্যুনাল) মোঃ মতিয়ার রহমান এই রায় দেন। রায়ে ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের সংশ্লিষ্ট ধারায় ৯জনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো ৬মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।
সাজাপ্রাপ্ত জেএমবি জঙ্গীরা হলো ঃ আমীর সোহেল মিয়া, রায়হান মোল্লা, আমীর হোসেন, মাসুম বিল্লাহ, মাওলানা আব্দুর রউফ, আব্দুল গাফফার, তোফাজ্জেল হোসেন, মর্তুজা(পলাতক) ও খলিলুর রহমান। পলাতক মর্তুজার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারী করা হয়েছে।
এছাড়া অপরাধ প্রমাণিত না হওয়ায় ৫জনকে (মিজানুর রহমান মুকুল ওরফে মোয়াবিয়া, ইউসুফ আলী ওরফে আল্লামা ইউসুফ, ইয়াসিন সিকদার, তরিকুল ইসলাম ওরফে শুকুর এবং আরিফ খান) বেকসুর খালাস প্রদান করা হয়।
রায়ের প্রতিক্রিয়ায় মামলার সরকার পক্ষের কৌসুলী (পিপি) এডঃ গোলাম রব্বানী বাবু মৃধা বলেন, ‘আমরা রায়ে একদিকে খুশি হয়েছি। তবে ৫জন আসামীকে খালাস দেওয়ায় আমরা আপিল করবো।’ এই রায় ঘোষণাকে কেন্দ্র করে ফরিদপুর কোর্ট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।