রবিবার, ১৮ মে ২০২৫, ০১:৫১ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

রাজবাড়ী সদর হাসপাতালে ডেঙ্গু রোগীদের খোঁজ-খবর নিলেন ডিসি

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০১৯

॥আসহাবুল ইয়ামিন রয়েন॥ রাজবাড়ী সদর হাসপাতালসহ ৪টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ পর্যন্ত ২৮জন ডেঙ্গু রোগী শনাক্ত হওয়ায় জেলা প্রশাসক দিলসাদ বেগম গতকাল ৩১শে জুলাই বেলা সাড়ে ১১টায় আকস্মিকভাবে সদর হাসপাতাল পরিদর্শন করেন।
পরিদর্শনকালীন সময়ে সিভিল সার্জন ডাঃ মোঃ মাহফুজার রহমান, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ দীপক কুমার বিশ্বাসসহ অন্যান্য চিকিৎসকগণ উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক ডেঙ্গু রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা কার্যক্রম প্রত্যক্ষ করেন, রোগীদের সাথে কথা বলে তাদের খোঁজ-খবর নেন এবং তাদেরকে ভালোভাবে চিকিৎসার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করেন। আর এই রোগের প্রাদুর্ভাব থেকে কীভাবে রক্ষা পাওয়া যায় সে জন্য স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ব্যাপক জনসচেতনতা গড়ে তোলার আহ্বান জানান।
সিভিল সার্জনের তথ্য মতে জানা যায়, এ পর্যন্ত রাজবাড়ী সদর হাসপাতালে ১জন, গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২জন, বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১জন এবং পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭জনসহ সর্বমোট ২৮জন ডেঙ্গু রোগীকে শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে ২২জন হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে বাড়ী ফিরে গেছেন। বর্তমানে রাজবাড়ী সদর হাসপাতালে ৪জন এবং বালিয়াকান্দি ও পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১জন করে ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। রাজবাড়ী সদর হাসপাতালে ডেঙ্গু রোগী শনাক্তে শতভাগ পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা না থাকায় রোগীদেরকে বাইরে থেকে চিকিৎসা নিতে হচ্ছিল।
গতকাল ৩১শে জুলাই স্বাস্থ্য অধিদপ্তর থেকে ডেঙ্গু টেস্টের ডিভাইস এসে পৌঁছেছে। ফলে এখন থেকে হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গুর পরীক্ষা করা যাবে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!